আমাদের কথা খুঁজে নিন

   

জিয়ার কফিনে তারেকের পেরেক

আজ আপনাদের সাথে একটি জটিল চায়না মোবাইল সেট এর পরিচয় করিয়ে দিব। সারা বিশ্বকে তাক লাগিয়ে দিতে উঠে পড়ে লেগেছে CHINA BRAND MOBILE কোম্পানি গুলো ; যার একটি হচ্ছে JIAYU S2, যার মধ্যে চায়নার তৈরি ৮ কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে । আসুন এবার বিস্তারিত দেখে নেয়া যাকঃ


হার্ডওয়্যার
JIAYU S2 তে অপারেটিং সিস্টেম হল এন্ডয়েড ৪.২। এটার সিপিউ হিসাবে ব্যবহার করা হয়েছে চায়নার তৈরি ১.৭ গিগাহার্জের ৮ কোর MTK 6592 প্রসেসর। গ্রাফিক্স হিসাবে ব্যবহার করা হয়েছে 700 MHz ARM MALI 450 MP4 গ্রাফিক্স।




ডিসপ্লে
JIAYU S2 তে রয়েছে ৫.00 ইঞ্চি আই , পি , এস LTPS OGS টাচ স্কিন ডিসপ্লে , যার রেজুলেসন ১৯২০x১০৮০ , ৪৪০ পি.পি.আই যা আপনাকে দিবে স্বচ্ছ ছবির নিশ্চয়তা। সাথে 2n generation gorilla glass আছেই।


ক্যামেরা
JIAYU S2 তে ব্যাবহার করা হয়েছে ১৩ মেগা পিক্সেল Panasonic back-illuminated camera with 5P lens, blue film filter, F2.2 large aperture wide-angle lens সেন্সর সম্বলিত ক্যামেরা , যা দিয়ে ১০৮০ পিক্সেল ফুল এইচডি ভিডিও রেকডিং করতে পারবেন । সামনে সনির ৮ মেগা পিক্সেল ক্যামেরা, যা দিয়ে ভিডিও কল করতে পারবেন।


বডি
JIAYU S2 এর বডি ১৩৯ × ৬৭.৫ × ৬ মিলিমিটার তার মানে ১৩৯ মিলিমিটার উচ্চতা, ৬৭.৫ মিলিমিটার প্রস্থ, আর মাত্র ৬ মিলিমিটার পুরুত্ত।




মেমরি
JIAYU S2 সেট এ বিল্ট ইন ৩২ জিবি ইন্টারনাল মেমরি দেয়া আছে, আর ও আছে ২ গিগাবাইট র‍্যাম। যা আপনাকে যেকোনো ভাল মানের গেম খেলার নিশ্চয়তা দিবে।


ব্যাটারি
JIAYU S2 সেট এ ব্যবহার করা হয়েছে ২০০০ মিলিএম্পিয়ার ব্যাটারি । এতে আরও ব্যবহার করা হয়েছঃ

Gyroscope
Light sensor
Gravity sensor
Distance sensor
OTG
WIFI
GPS
SUPPORT GESTURE SENSING


মূল্য
JIAYU S2 সেট এর দাম এখনো প্রকাশ করা হয়নি; তবে ধারণা করা হচ্ছে, এটা ২৪০০০-২৫০০০ টাকার মধ্যে হবে।

আরো পড়ুনঃ
চমৎকার ১০টি গেমিং ল্যাপটপ !
মোবাইল ফোন কেন বিস্ফোরিত হয়
পরীক্ষার সার্টিফিকেট বা নম্বরপত্র হারিয়ে গেলে আপনার করণীয়
জেনে রাখুন , পাসপোর্ট বানাতে যা করবেন !


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.