আমাদের কথা খুঁজে নিন

   

সেসব নারীরা

গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না
সেই ছোট্ট বেলায় সুতি নরম শাড়ির আঁচল মুঠিবন্দী করে ঘুরেছি সারাবেলা কত শাড়িটা আমার মা'র, সে আমার মা। সপ্তাহান্তে অফিস থেকে ফিরে, পোশাক না পাল্টে টেবিলে বসিয়ে মুখে প্রিয় সন্দেশ গুজে দিতো সে আমার বড় বোন, মায়ের মতন। সারাদিন হুটোপুটি, কাড়াকাড়ি, মারামারি, চোখে নাকে জলাজল, হেসে দিত কানমলা সে আমার ছোট বোন, হৃদয়ের এক কোন ছোট বোন নেই তবু, দুঃখ নেই কোন এতটুকু কত ভাইয়া ডাকের মাঝে ঢেকে গেছে সব দুখ তারা সব আপু মোর, আমি যেন এক বিশাল অভিভাবক কম্পিত হাতে হাত, চোখে চোখ রাখা দায় প্রেমিকার চোখে যেন জীবনটা দোলা খায় সে আমার প্রেমিকা, প্রেম দিয়ে ভরেছে যে মন দিবা নিশি যার সাথে গুনে ভাগে এ জীবন যার হাসি মুখ দেখে, কাটে দিন কাটে রাত সে আমার বউ, সবচে কাছের বন্ধু পথচলার এই নারীদের জন্যই আজ আমার আমি চিনেছি নিজেকে যেটুকু যা, জানছি প্রতিদিন সেই তাদের ভুলি কিভাবে, কিকরে করি অসম্মান। ছবি কৃতজ্ঞতা
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.