আমাদের কথা খুঁজে নিন

   

কর্পোরেট রঙ্গ : ফুলমিয়া @ Office

আমি স্বপ্ন দেখি একদিন বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে ১. ইন্টারভিউ সাইট ইঞ্জিনিয়ার পদে ফুলমিয়ার ইন্টারভিউ চলছে। টেকনিক্যাল প্রশ্নাদি শেষে প্রশ্নকর্তা (ফুলমিয়ার হবু লাইন ম্যানেজার) এবার তার সাধারণ জ্ঞান যাচাই করতে চাইলেন: “বলুন তো,সম্প্রতি চিটাগাং-এর ফ্লাইওভার এর গার্ডারটা যে ধ্বসে পড়ল, এর আসল কারণ কী বলে আপনার মনে হয়?” “ওটার self-weightটাই আসলে দায়ী, তাইনা, স্যার?” “তাই? আচ্ছা, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, জানেন?” “ওখানেও কি আমাকে ট্যুরে পাঠাবেন নাকি, স্যার? ” “দেখুন,, অযথা কথা ঘোরাবেন না। প্রশ্নের উত্তর না জানলে সরাসরি বলবেন, জানিনা” “ওকে, স্যার” “আমরা আপনাকে চাকরিটা দিলাম....” “থ্যাংক ইউ, স্যার, থ্যাংক ইউ...” “আহা, কথা শেষ করতে দিন। এটা ইংরেজিতে Translate করুন, আমরা আপনাকে চাকরিটা দিলাম” “We are give you the job” “কী? এই বিদ্যা নিয়ে আপনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন কী করে?” “আমাদের ভর্তি-পরীক্ষায়, স্যার, ১০০-র মধ্যে ইংরেজিতে ছিল মাত্র ১০... ” ২. আশা সরলতার গুনেই হয়তো ফুলমিয়াকে চাকরিটা দিয়েছিলেন তার ম্যানেজার। কিন্তু তার ঢিলেমী নিয়ে ম্যানেজার মহা বিরক্ত।

মিটিং-এ এক পর্যায়ে বলে বসলেন, আপনাকে নিয়ে আমি তো কোন আশাই দেখছিনা! ফুলমিয়া তখন মোবাইল ফোনে গেম খেলছিল। “আশা” শব্দটা শুধু তাঁর কানে ঢুকলো। সাথে সাথে তাঁর স্মার্ট জবাব, “বস, NOKIA ASHA 305 ট্রাই করে দেখতে পারেন” ৩. মেইল ফুলমিয়ার বস-এর মেজাজ আজ একটু ভাল। ফুলমিয়াকে উৎসাহ দেবার জন্যে তিনি তাঁর একটা মেইলের জবাবে একটু বাহবা দিলেন। সেটা পেয়ে হন্তদন্ত হযে বস-এর কাছে ছুটে এলো ফুলমিয়া, “বস, আমরা কি নতুন কোন প্রজেক্ট পেয়েছি, বস?” “কই? নাতো! কেন?” “এই যে, আপনি লিখেছেন, জি.আর.এইট জব!” “উফ! আমি লিখেছি Gr8 Job!, মানে গ্রেইট জব!” ৪. হাসাহাসি অফিসে একটা পার্টি চলছে।

ফুলমিয়ার ম্যনেজার আজ বেশ জোকস-টোকস বলছেন। শুনে সবাই হাসছে, শুধু ফুলমিয়া গম্ভীর। এক পর্যায়ে বিরক্ত হয়ে বস বললেন, “কী ব্যাপার? সবাই তো হাসছে? আপনি মনে হয় গল্পটা ধরতে পারেননি..” “না, বস। খুবই মজার গল্প। কিন্তু কাল মিটিং-এ আপনি বলেছিলেন অফিসে হাসাহাসি করাটা আপনি পছন্দ করেননা, তাই…” ৫. ইংরেজি ফুলমিয়ার ম্যানেজার আজকাল ফুলমিয়াকে সহ্যই করতে পারেন না।

কথায় কথায় অপমান করেন। সেদিন বলে বসলেন, “এই কাজে যদি কোন ভুল করেন, I’ll kick on your ass!” “Ass?? আমার তো কোন গাধা নেই!!” “আপনি নিজেই তো একটা গাধা। যান, Ass মানেও দেখি এখনও শেখেননি!!” এর কয়েকদিন পরের কথা। আজকাল নিজেকে স্মার্ট প্রমাণ করার জন্যে ফুলমিয়াও কথার ফাঁকে ইংরেজি বলার চেষ্টা করে। যেমন সেদিন সন্ধ্যায় যখন ফুলমিয়া বাসার উদ্দেশে রওনা হবে, ঠিক তখনই বস এক বিশাল রিপোর্ট বানাতে বলে মেইল ছুঁড়লেন।

রাগে ফুলতে ফুলতে ফুলমিয়া গেল বসের রুমে। “বস, এটা এখনই বানিয়ে দিতে হবে? “ইয়েস। ইটস্ আর্জেন্ট” বস কঠিন মুখে বললেন। “নো, বস। আপনি আমাকে দিয়ে যা খুশি তাই করালে চলবে না, I am not your ass….” ৬. ডকুমেন্ট: ফুলমিয়াকে তার ম্যানেজার বললেন, “ফাইন্যান্স ডিপার্টমেন্টের সালাম সাহেবের কাছে যান, উনি যে ডকুমেন্টটা দেবেন, সেটার হার্ডকপি আর সফটকপি- দুটোই নিয়ে নেবেন।

দয়াকরে কাজটা সিরিয়াসলি করবেন, ডকুমেন্টটা কিন্তু খুব কনফিডেনশিয়াল” ফুলমিয়া গেল সালাম সাহেবের কাছে। “ওটা রেডি আছে, এই নিন” বলে সালাম সাহেব একটা মুখবন্ধ খাম ফুলমিয়াকে দিলেন। “বস বলেছেন, হার্ডকপি, সফটকপি – দুটোই আমাকে দিতে” “খামের ভেতর হার্ডকপি আছে, সফটকপিটা আপনাকে মেইল করে দিচ্ছি” “না, না” প্রায় ক্ষেপে গেল ফুলমিয়া, “সফটকপিটাও আমার হাতে দিতে হবে, বস ওটা আমাকে হাতে করে নিয়ে যেতে বলেছেন” ৭. নিষেধ: অফিসে যাবার পথে মোবাইল ফোনে ফেসবুকিং করতে করতে ম্যানহোলে পড়ে গেল ফুলমিয়া। প্যান্ট-জুতা বদলাতে বাসায় ফিরতে হলো, কিন্তু তার দুটিমাত্র প্যান্টের একটি সকালেই সে ধুয়ে নেড়ে দিয়েছে; অন্যটির এই দশা! অগত্যা পাজামা আর শার্ট পরেই অফিসগমন। অফিসে ঢোকার মুখেই তাকে আটকালো রিসিপশনিস্ট, “স্যার, এই পোশাকে তো আপনি অফিসে ঢুকতে পারবেনন না...” “why?” ইংরেজিতে রিঅ্যাক্ট করে নিজের স্মার্টনেস প্রকাশ করতে ভুল করল না ফুলমিয়া।

“Sorry, Sir, it is prohibited by Islam sir” “prohibited by Islam?শার্ট-পাজামা পরে অফিস করা যাবে না, এটা কি কোরানে লেখা আছে, নাকি হাদিসে??” “ন-না স্যার। নতুন এইচ.আর. ম্যানেজার ইসলাম স্যার এই নিয়ম করেছেন” ১২. একাউন্ট: ফুলমিয়া বেশ কিছু টাকা জমিয়েছে। এবার সে গেল ব্যাংক-এ। ফ্রন্ট ডেস্ক-এর কর্মকর্তাকে বলল, “ভাই, এখানে একাউন্ট খোলা যায়?” “জ্বী, স্যার” “সুদ কত?” “যা রাখবেন, প্রতি বছর তার ৭% পাবেন। আপনি কত টাকা জমা দেবেন, স্যার?” “আমি ১ লাখ টাকা জমিয়েছি।

একটা একাউন্ট খুলে দেন। ” “ঠিক আছে। আপনার ২ কপি ছবি, নমিনির ২ কপি ছবি আর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। ” “আচ্ছা, আনব। টাকাটাও কি নিয়ে আসতে হবে?” ৯. টাচ বিদেশি একটা কোম্পানী থেকে কিছু প্রতিনিধি এসেছেন ফুলমিয়ার অফিসে।

তাঁদের পণ্য এখানে চালানো হলো মূল উদ্দেশ্য। তাদের সাথে মিটিং-এ ফুলমিয়াকে সাথে নিলেন তার ম্যানেজার। মিটিং শেষে হাত মিলিয়ে ফুলমিয়ার মোবাইল ফোনটার দিকে আঙ্গুল তুলে এক বিদেশি বললেন, “Keep in touch, Mr Foolmia” “ইয়েস, ইয়েস। ইট ইজ ফুল টাচ স্ক্রিন, নো প্রবলেম…” ১০. আইডি কার্ড থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে ফুলমিয়া ধরা খেল পুলিশের কাছে। পুলিশ অবশ্য ফুলমিয়ার কাছে তেমন কিছু পেলো না, কিন্তু তাকে আটকে চেক করছে বলে বেশ মাইন্ড করল ফুলমিয়া।

“আপনি কী ভাবসেন আমাকে? আমি একজন ইঞ্জিনিয়ার…” বেশ ধমকের সুরে বলে ফুলমিয়া। “তাই? চাকরি করেন?” “ইয়েস!” “আইডি কার্ড দেখি!” “ইয়ে, মানে ওটা তো বাসায় রেখে আসছি। তবে আমার পকেটে অফিসের লকারের চাবি আছে, এই দেখেন” ১১. অ্যাপরেইজাল: বছর ঘুরে এলো পারফর্মেন্স অ্যাপরেইজাল। ফুলমিয়াকে নিয়ে তার লাইন ম্যানেজার বসলেন ওয়ান-টু-ওয়ান মিটিং-এ: “বলুন, ফুলমিয়া, এ বছরে আপনার যা ‘পারফরমেন্স’, তাতে ১০০-তে আপনাকে কত দেওয়া যায়?” “১০০-ই দিননা, বস...” “হোয়াট? আপনার ৫টা প্রজেক্টের মধ্যে ৩টা এখনও শেষ হয়নি, ১টা-তে মেজর অবজেকশন আছে, আরেকটা শুরুই করতে পারেননি..” “স্যার, এটা তো আমার দোষ না, কন্ট্রাকটররা কাজ ঠিকমতো করেনা...” “ওদের দিয়ে করিয়ে নেওয়াই তো আপনার কাজ,তাইনা?” “স্যার, এই বছর এত বন্যা, ঝড়, হরতাল, ভূমিকম্প... তার ওপর আমাকে যে গাড়ি দিয়েছেন, সেটা মাসে ২বার নষ্ট হয়... ” “থাক, আর বলতে হবেনা। সামনের বছর আপনাকে যদি ৭টা প্রজেক্ট দিই, পারবেনতো?” “সেটা স্যার এখন কী করে বলব? এত এত ক্রাইসিস...” “আচ্ছা, ক্রাইসিস থাকলে ক’টা পারবেন, আর না থাকলে ক’টা পারবেন, একটা টেবিল বানিয়ে আমাকে মেইল করেন, যান!’ “স্যার, এত জটিল হিসাব যদি আমিই পারতাম, তাহলে তো কোম্পানি আমাকেই ম্যানেজার বানিয়ে দিত....” ১২. বিড়ম্বনা: ফুলমিয়া অফিসে আসেনি গতকাল।

আজ বস তাকে জিজ্ঞেস করলেন, “কাল আসেন নি কেন?” “স্যার, আমি তো এস.এম.এস. করেছি, আমার জ্বর ছিল” “কিন্তু আপনার ফেসবুক স্ট্যাটাস দেখলাম Lunch with Parvin at KFC…. ” “ও-ওটা তো বস, আমাদের ডিপার্টমেন্ট-এর সোনিয়াকে একটু খোঁচা দেবার জন্যে, উনি আমার সাথে কোথাও খেতে যেতে চাননা, তাই…” সোনিয়া কাছেই ছিল, ফুলমিয়া সেটা খেয়াল করেনি। সে এবার ছুটে এলো। ম্যানেজারকে বলল, “স্যার, ওনার ঐ স্ট্যাটাস দেখে আমি Friend Finder দিয়ে চেক করেছি, উনি তখন ধানমন্ডি KFC–র আশে-পাশে ছিলেন” “আ-আমি একটু আসছি… Emergency” বলে প্রায় দৌড়ে ওয়াশ রুমে ঢুকলো ফুলমিয়া। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.