আমাদের কথা খুঁজে নিন

   

শোকে শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

আজ বাংলাদেশের স্থপতি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৩ তম মৃত্যুবার্ষিকী জাতীয় শোক দিবস হিসাবে পালিত হয়েছে...জাতি শোকে শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করেছে... নিজ অভিজ্ঞতাঃ আজ দুপুরে যখন ধানমন্ডি ৩২ এ মুজিব এর বাড়িতে গেলাম...টিকিট কাঊন্টার এ দেখা ৫ জাপানির সাথে...লুঙ্গি পরে!!!!!!জানতে চাইতেই বলল মুজিব এর কথা অনেক শোনেছি তাই নিজ চোখে দেখতে এলাম...ভিন দেশিদের ভিতর বঙ্গবন্ধুর প্রতি এম্অন ভালোবাসার অভিজ্ঞতা নিয়ে বাড়ির ভিতর গেলাম।দুতলার সিড়িতে দেখা ৮০ উর্ধ এক মার সাথে,ভারসিটি পড়া নাতনীর কাধে ভর দিয়ে...জানলাম এই বৃদ্ধা এসেছেন কাচপুর থেকে!!একবার মুজিব এর বাড়ি টা দেখতে!!! মুজিব কে বলে তুমি নেই?তারা কি এসব জানে? প্রতিটি বাঙ্গালি জানে তুমি আছো,তাদের বুকে...।। আর যারা জন্মদিবস নিয়ে রাজনীতি করে তাদের তা না জানলেও চলবে...যার মার কাছে শোনা,স্কুলের খাতায়,বিয়ের কাবিন নামায়,১ম বার প্রধান মন্ত্রী থাকা কালে নানা সময়ের এক এক জন্মদিবস থাকে তার/তার অনুসারিরা না জানলেও চলবে...যদিও মজার বেপার এত গুলো জন্ম দিবসের অধিকারিনী নেত্রী কখন আগে(১৯৯৬) বলেনি ১৫ অগাস্ট তার আরও একটা জন্ম দিবস আছে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.