আমাদের কথা খুঁজে নিন

   

রাত্রি সিরিজ (অন্ধকার : পরোক্ষ গোধূলি)

.... যদি হয়, হবে একা একা ...

বাইরে প্রচণ্ড চাঁদ, মাঠ ডাকে --- আয় ! নগ্ন-প্রকাণ্ড রাত স্নানরত তীব্র জ্যোছনায় ... ভেতরে প্রচুর মৃত্যু, মুগ্ধ যন্ত্রণায় ভেতরে জোনাকিস্বপ্ন, শিশিরশীতল ঘুম, অন্ধকারও আছে ; অপেক্ষায় ০২. একাকী আঁধার শুয়ে আছে নিঃসাড় জীবনের সাথে মৃত্যুর অভিসার ... এরকম রাতে একটি কল্পবেলা ভালোবাসা ছিলো বাকিসব অবহেলা কালো পিপীলিকা ঘিরেছে অস্থি, হাড় .. ০৩. রাত্রি, তুমি জেগে ওঠো যার গানে--- আমি বাঁচি সেই বৃষ্টির কল্যাণে ; বৃষ্টি আসেনি, বৃষ্টি আসেনা, ধুলো--- বিমূর্ত আজ অবাক সন্ধাগুলো ! পথে পথে ঘুরি বৃষ্টির সন্ধানে ০৪. রাত্রি আমার স্বপ্নখামার রাত্রি আমার বউ রাত্রি এলেই উথলে ওঠে নির্জনতার মউ রাত্রি আমার হা-হাহাকার রাত্রি আমার সুখ অবিনশ্বর প্রাণ খুঁজে হই রাত্রিতে উন্মুখ রাত্রি খুঁড়েই দেখছি নিজের ছিন্নভিন্ন বুক ... ০৫. সামান্য যন্ত্রণা তুমি, পর্যাপ্ত ক্ষরণ ; অন্তর্ধারা সুপ্তলাভা, রমণীবরণ অন্ধকার ; যাপিতব্য অমোঘ অনল অধিগ্রহণেও তুমি যথেষ্ট সফল ... অন্ধকারে পরিব্যাপ্ত করেছো চরণ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।