আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রান্স ---- যেটুকু দেখা হয়েছে (২ এবং শেষ)....

জীবন যখন যেখানে যেমন

Click This Link (১) খুব ঠান্ডা আবহাওয়ার জন্য আমরা সন্ধ্যা হওয়ার আগেই Eiffel Tower থেকে ফেরত চলে এসেছিলাম...তাই রাতের আলোকস্বজ্জায় স্বজ্জিত ঝলমলে টাওয়ারটা দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছিলাম... কি আর করার। সময়ও অনেক কম ছিল আমাদের হাতে...ছুটির বেশীরভাগ সময় আমরা লন্ডনে কাটিয়েছিলাম,তাই ফ্রান্স দেখার জন্য সময়ই ছিলনা...মাত্র ৪ দিন। কোন জায়গা ভালভাবে দেখতে কমসে কম ১০/১৫ দিন তো লাগেই,তাও অনেক কম আরো বেশী লাগার কথা। সময় স্বল্পতার কারণে আমরা দ্বিতীয়বার রাতের আইফেল টাওয়ার দেখতে যেতে পারিনি। নীচে নেট থেকে নেয়া রাতের আইফেল টাওয়ার... পরেরদিন সকালে ঘুম থেকে উঠে তৈরী হয়ে নিলাম (Paris Disneyland) দেখতে যাওয়ার জন্য।

অনেক সময় ছোট বেলায় (বড় বেলাতেও) যখন মানুষ জিজ্ঞষা করতো যে আমেরিকা যেতে ইচ্ছা হয়না ??...আমি সবসময় বলতাম আমেরিকা যাওয়ার তেমন কোন আগ্রহ আমার নাই কিন্তু জীবনে একবারের জন্য হলেও আমেরিকার ডিজনিল্যান্ডে যাওয়ার ইচ্ছা আছে... যদিও আমেরিকার ডিজনিল্যান্ড দেখা হয়নি এখনো তবে প্যারিসেরটা দেখলাম এবং আমার অনেক অনেক ভাল লেগেছে। আমরা এবার ট্যাক্সি না নিয়ে ট্রেনে করে চলাচল শুরু করলাম...একটু অসুবিধা হলেও তেমন কোন ঝামেলা লাগেনি। ট্রেনটা খুব সুন্দরভাবে আমাদের ডিজনিল্যান্ড স্টেশনে নামিয়ে দিল। আমরা সেখান থেকে কিছুটা হেঁটে সেই স্বপ্নপুরীতে প্রবেশ করলাম... সেখানে ঢুকার সাথে সাথেই মনে হলো যেন কোন স্বপ্ন রাজ্যে চলে এসেছি। বাচ্চাদের তো মহাখুশি...আমাদের বুড়াদেরই এত খুশি লাগছিল,বাচ্চা তো বাচ্চাই।

টিভির কার্টুন ক্যারেক্টার গুলো সব সামনে ঘুরে বেড়াচ্ছিল... বাচ্চারা তাদের অটোগ্রাফ নিচ্ছিল ছবি তুলছিল। এত বড় ডিজনিল্যান্ড একদিনে ঘুরে দেখা শেষ হয়না...বিভিন্ন রকমের রাইড কোনটা ছেড়ে কোনটায় উঠবো এমন অবস্থা। এ্যারাবিয়ান নাইটস,পাইরেট অফ দ্যা ক্যেরাবিয়ান,টারজান এনকাউন্টার,ইন্ডিয়ান ভিলেজ...এমনি আরো অনেক আলাদা আলাদা জোন তৈরী করা আছে। সেসব জায়গায় ঢুকলে দেখে শেষ করা যায় না সবকিছু, আবার না দেখলেও মন ভরে না। প্রত্যেকটা রাইডে উঠার জন্য মানুষের বিশাল লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়... সে অপেক্ষা ভাল লাগে না।

প্রথমদিন সেখানে যেয়ে মন মত ঘুরা হয়নি তাই হাতে যে আরেকটা দিন ছিল সেদিনটাও আমরা আবার ডিজনিল্যান্ডেই যাবার প্ল্যান করলাম... দ্বিতীয়দিন যাওয়ার পরেও পুরাটা ডিজনিল্যান্ড দেখতে পারিনি...একটা জোনে ঢুকলেই দিন কিভাবে যেন শেষ হয়ে যায়... নীচে ডিজনিল্যান্ডের কিছু ছবি দিলাম। Skeleton Cave Tarzan Encounter টাইগার (কার্টুন ক্যারেক্টার) কার্টুন ক্যারেক্টার... এ্যরাবিয়ান নাইটসের আলাদিনের জেসমীন (কার্টুন ক্যারেক্টার) পাইরেটস অফ দ্যা ক্যেরাবিয়ান... গুফী (কার্টুন ক্যারেক্টার) ডিজনিল্যান্ডের বাদশা "মিকি মাউস" মিনি মাউস নাম জানিনা... ফ্রান্সে দেখার অনেক কিছু এখনো বাকি রয়ে গেছে...এত অল্প সময়ে যা হয়নি। আমরা কোনও মিউজিয়ামেও যেতে পারিনি, ফ্রান্স গেলাম অথচ মোনালিসার ছবিটা দেখলাম না...আফসোসসস (Louvre Museum) এ যাওয়া হয়নি। শুধু আইফেল টাওয়ার আর ডিজনীল্যান্ড দেখেই আমাদের ফ্রান্স থেকে বিদায় নিতে হয়েছিল। তবে পরে আরেকবার যাওয়ার ইচ্ছা আছে, ১০/১৫ দিনের জন্য শুধু ফ্রান্স ঘুরে দেখব ইনশাল্লাহ।

ফ্রান্স থেকে ১৩ই এপ্রিল আমরা আবার সেই ট্রেনে করেই লন্ডন ফেরত আসলাম। সেখানে ১ দিন থেকে ১৫ই এপ্রিল নিজেদের গন্তব্যে ফেরত আসার জন্য প্লেনে উঠলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.