আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটা Atom বোমার চেয়েও বেশি। অত্যাচারী দের এতটুকু শাসালে কি সোজা হয়ে যেত না ?

সব ভালো ভালো না। যদি না ভালর ভালো হয় #-১ হাজার ভুলের মাঝে আমি সত্য ভুলি কেমনে? সব ভুল মোর ফুল হয়েছে, জগত পিতার আহ্লাদে #-২ ভাব ভাব ভুল টা কি আমার ভুলের ভরন পোষণ এ ,বাবা তোমার কুল ঐতিহ্য পালন আমার সিরধার। তবু মানুস আমায় দেখে লুকায় তার ক্রোধ ,অবুজ আমার দেহের খুদা দেয় কতো ক্লেশ । আমি যারে বাশি ভালো সে আমায় দোষ দেয় না। চারিদিকে সভুক্ত রা করে চার- প্রচারণা।

তারা কতো পাষাণ, বাবা খেতে আমায় করে মানা। জাতির মান খেয়েও আমার তবুও পেত ভরেনা । #-০৩ বাবা তুমি এমন কেন ? মেঘ না-আস্তে ধর ছাতা, পাপ ঘারে চেপে, মাথা ব্যাং ছাতা। পাপের বোঝা পার হয়েছে- বাবা তার পিঠ দিয়েছে-এ। বাবা সর্গ বাবা নরক ? ভুল বকা ভুল বকি ,বাবা ভুল করেনা, ভালোবাসে আমারে।

কালো আমি রইলাম ভালো বাবা ভালো বাস বলে। চলে গিয়ে বাবা তুমি ভার দিলা কাধে । রাস্তা ঘাটে কুকুর গুলু , চিগার খেতে প্রায় সাধে । #-৪ তুমি মোর খরা রোঁদে কাজল কাল ছাতা আজ অকালে প্রয়ান নিলে ঘুচল না তবু বেথা। হুম তবু বাবা কাল ভালো ঘুমিয়েছ, আমারও তাই বেশ।

তোমার ছাতা মরচে ধরে – আমার শত ক্লেশ । -#{ জন্মদাতা বনে - মরব কবে কেন বলনি। আমি তোমার কালো ছেলে, তোমার প্রয়ান আমি লিখলাম- কালো কি তা আজও বুজনি। } *********************** *********************** এটি আমার লেখা একটি রুপক পদ্য- কেও বুঝে থাকলে কমেন্ট এ বলবেন। সম-সাময়িক কিছু মহামারি আমায় নাড়ছে।

সুশিক্ষিত ডিগ্রীধারীদের নিরবতা দেখে আমি মনে করি সেই সত্য বাণীটি “ মানুষ ভুগছে ,ভুগবে এই কারনে না যে, অত্যাচারীরা সংখ্যায় বাড়ছে , বরং সকল ভদ্রলোকদের নীরবতা আসল পাপ টা করাচ্ছে ”। ভাবুন তোঁ বাংলাদেশের ১ কোটি মানুষ যদি একি সময় সারা দেশ থেকে সব্দ করে তাহলে ১০০০০০০০০০decibel এর চেয়ে ও বেসি হবে। যা কিনা কয়েকটা Atom বোমার চেয়েও বেশি। অত্যাচারী দের এতটুকু শাসালে কি সোজা হয়ে যেত না ? আমরা করছি কি ? পদ্যের নামটা আপনাদের কমেন্টে আসা করছি । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.