আমাদের কথা খুঁজে নিন

   

আদরের মুঠোফোন



মোবাইল ফোন নাই এমন লোক পাওয়া সাদা কাকের মতই দূর্লভ, কারো কারো কাছে ২টা আবার ৩টা ও থাকে, ২টা কি ৩টা এটা কোনো বিষয় না, বিষয় টা হলো অন্ন্য জাগায় । আমি খুব জারূরী কাজে বাসে করে মাহাখালী থেকে মাতিঝিল যাচ্ছি, খুশ মেজাজে বসে মতিঝিলে কি কি কাজ করব তার একটা পরিক্ল্পনা মনে মনে ঠিক করে নিচ্ছিলাম হটাৎ আমার পাশে বসা অতি ভদ্র লোকটার আদরের মোবাইল ফোন টা বিকট শব্দে বেজে উঠল, লোক টি ধীরে ধীরে ফোন টা বের করে ফোনের দিকে তাকিয়ে আছে ভাবটা যেন এমন তার রিং টোন শুনার জন্য বাসের সবাই অধির আগ্রহে বসে আছে । এর পর যা ঘটল ... ফোন টা রিসিভ করেই চিতকার করে বলে উঠলো ... মফিজ তুই কৈ... আমি গাড়ীতে ... তকে যে কাল ২০,০০০ টাকা দিতে বল্লাম ... সে এমন ভাবে চিতকার করতে লাগল যে, আপনার কানের অবস্থা দফা রাফা সুধু তাই না, যেন মতিঝিলে রাজনৈতিক ভাশন দিচ্ছে । এ দিকে বাসের সবার মেজাজ খারাপ কিনতু কেও কিছুই বলছে না, সবাই তার দিকে ভয়ংকর দৃষ্টিতে তাকাছে, আমি অবস্থা বেগতিক দেখে দুই কানে দুই আঙুল দিয়ে বসে রইলাম আর মনে মনে ভাবছি শালারে যদি ধরে জানালা দিয়ে ফেলে দিতে পারতাম তাহলে বরো শান্তি পেতাম । এই ঘটনা যদি আমার সামনে আবার ঘটে তবে একটা প্রতিবাদ করেই ছারব ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।