আমাদের কথা খুঁজে নিন

   

সামু আর আগের মত নাই সামু এত্তগুলা পচা

স্বপ্নের গভীরতা যতো জীবনের হতাশা ততো
দৃশ্যপট একঃ রমজান মাস হাজার হাজার মানুষ ফার্মগেট বাসের অপেক্ষায় দাড়িয়ে। সিটিং সার্ভিস একটি বাস চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। দৌড়ে উঠতে চাচ্ছি কিন্তু হেল্পার হাত নাড়িয়ে নিষেধ করল। বাসটি কোন লোক না নিয়েই চলে গেলো। তারপর কিছুক্ষন পেছন থেকে গালাগালি করলাম।

সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই। বাসটি এত্তগুলা পচা। দৃশ্যপট দুইঃ রমজান মাস আমি সিটিং সার্ভিস বাসটি করে বাড়ি ফিরছি। পথে হাজার হাজার মানুষ বাসের অপেক্ষায় ফার্মগেট দাড়িয়ে রয়েছে দেখে বাসটি থামিয়ে হেল্পার লোক তুলছে দাড়িয়ে নেয়ার জন্য। আমি আবারও গালাগালি করলাম সিটিং সার্ভিস বাস কেন লোক দাড়িয়ে নেবে।

সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই। বাসটি এত্তগুলা পচা। সিদ্ধান্ত নিলাম আর সিটিং সার্ভিস বাস নয় এখন হতে লোকাল বাসে করে যাতায়াত করব। দৃশ্যপট একঃ আগে যাও বাসে আরামে বসে যেতে পারতাম পাখার বাতাস খেতে খেতে কিন্তু লোকাল বাসে লোকজনের চাপাচাপিতে দাড়িয়ে যেতে যেতে প্রান যখন যায় যায় অবস্থা তখন পাশ দিয়ে সিটিং সার্ভিস বাসটি যেতে দেখলেই আবারও তার দোষ দিয়ে গালাগালি করি। সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই।

বাসটি এত্তগুলা পচা। দৃশ্যপট দুইঃ অতএব আবারও লোকাল বাস ছেড়ে দিয়ে সেই সিটিং সার্ভিস বাসে ফিরে এলাম। কিন্তু লজ্জায় আগের মত আর গালাগালি করতে না পেরে চুপচাপ বসে থাকি। এমন অসহায় অবস্থার জন্য বাসটিকেই দোষ দিয়ে আবারও গালাগালি করলাম। সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই।

বাসটি এত্তগুলা পচা। এবার বাস সার্ভিসটিকে বন্ধ করে দেয়ার জন্য হুমকি ধমকি দিলাম। যেন নতুন বাস এলে আবার বাহাদুরি করতে পারি। কিন্তু নতুন বাস এলেও ততদিনে সিটিং সার্ভিস বাসটি আরও উন্নত হল। নিয়ম হল জায়গায় জায়গায় কাউন্টার থাকবে।

যাত্রীরা লাইনে দাড়িয়ে অপেক্ষা করবে। বাস এসে প্রতি কাউন্টার থেকে কিছু কিছু লোক তুলে নিয়ে যাবে। দৃশ্যপট একঃ লাইনে দাড়িয়ে আছি। লোকজন উঠছে বাস এলেই কিন্তু আমি লাইনের কিছুটা পেছনে থাকায় বাসে উঠতে দেরী হল। আবার গালাগালি করতে বাধ্য হলাম।

একটু বেশি করে লোক নিলেই হয়। সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই। বাসটি এত্তগুলা পচা। দৃশ্যপট দুইঃ এবার কে আগে লাইনে দাঁড়িয়েছে তাই লাইন দখল নিয়ে শুরু হল মারামারি। কিন্তু তাতে সুবিধা করতে না পেরে উল্টো অপমানিত হতে হল।

আবারও বাধ্য হলাম সেই সিটিং সার্ভিস বাসটিকেই গালাগালি করতে। সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই। বাসটি এত্তগুলা পচা। অবশেষে সিদ্ধান্ত নিলাম আর বাস নয় এখন হতে হেটেই বাসায় ফিরব। হেটে হেটে বাসায় ফিরি আর পথের মাঝে বিরতি নিয়ে কাশেমের হোটেলে নাস্তা খাই।

দৃশ্যপট একঃ রুটি আর গ্রীল বেশ ভালই করে বাবুর্চি। বেয়াড়াদের সার্ভিস খুব ভালো কিন্তু জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে এটাই স্বাভাবিক। অতএব দিন দিন পকেটের অবস্থা খারাপ হতে থাকল। সব দোষ ওই সিটিং সার্ভিস বাসের। অতএব আবারও গালাগালি।

সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই। বাসটি এত্তগুলা পচা। দৃশ্যপট দুইঃ সস্তা হোটেল খুঁজে নিয়ে আবারও খাওয়া শুরু করলাম। কিন্তু সস্তার তিন অবস্থা বলে একটা প্রবাদ রয়েছে। টাকা বাঁচলেও পেটের অবস্থা বারোটা বেজে গেলো।

চরম রকমের গ্যাস্ট্রিক দেখা দিলো। কি আর করার সব কিছুর জন্য সেই সিটিং সার্ভিস বাসটিকেই দোষারোপ করলাম। হাসপাতালের বেডে শুয়ে ডাক্তারের কাছে বাসটিকে নিয়ে গালাগালি করলাম। সিটিং সার্ভিস বাসটি আর আগের মত নাই। বাসটি এত্তগুলা পচা।

প্রিয় সামুর অবস্থা ঠিক যেন সিটিং সার্ভিস বাসটির মতই। সামু আর আগের মত নাই। সামু এত্তগুলা পচা। হাম্বা, দুম্বা, ছাগু, আস্তিক, নাস্তিক, সেলিব্রেটি, গুণী, মেধাবী, মেধাহীন, প্রতিষ্ঠিত, এমেচার, সাধারন, অসাধারন সবার মুখেই একই কথা। সামু আর আগের মত নাই।

সামু এত্তগুলা পচা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.