আমাদের কথা খুঁজে নিন

   

জয়েন করুন এখনই...হেট ড্রাগস্ এ !

রিজওয়ানুল ইসলাম রুদ্র

মাদক বর্তমানে ধ্বংস করে দিচ্ছে মানুষের অস্তিত্ব। এই প্রিয় রক্তস্নাত সবুজ বাংলার ইতিহাস কী নিমিষেই হারিয়ে যাবে অন্ধকার অতলে ? কে বোঝাবে আধুনিকতা নামধারী আততায়ী যুবসমাজকে ? সহস্র কিশোর-তরুণদের অনিশ্চিত ভবিষ্যতের ইশারা ইতোমধ্যেই গ্রাস করে ফেলছে আমাদের ! প্রথম আলো'র কনসার্ট বাণিজ্য, পত্রিকাগুলোতে মাদকের রঙচঙা খবর যেগুলো তথ্যের চাইতে এক্সপেরিমেন্টের দিকেই ধাবিত করছে বেশি ! তাই বেশি কিছু নয়, একটাই চাওয়া - আমরা যেন আধুনিকতা ধরতে শিখি সুস্থ মস্তিষ্কে, সুস্থ হৃদয়ে। খারাপ চিরকাল খারাপ। কনসার্ট দিয়ে উন্মাদনা সৃষ্টি করে মাদক ব্যবসা, মাদক সেবন প্রতিরোধ করা যাবে না কোনমতেই। মাদককে মুখ দিয়ে 'না' বলেও কিছু হবে না। হৃদয়ের কপাটে মাদকের অন্ধকারতার ছবি আঁকতে হবে... এক্কেবারে আত্মায় সিলগালা মারতে হবে মাদকের বিরুদ্ধে ... প্রশাসনকে আরো সতর্ক হতে হবে... তবেই কী সম্ভব ? না ! তাহলে কী করা উচিত ? নিম্নোক্ত লিংকে ক্লিক করে আপনার সুচিন্তিত মতামত জানান, অন্তত আমরা সামইন এর ব্লগাররা যেন মাদক থেকে দূরে থাকি, অন্যকে পরামর্শ দেই, মাদকাসক্তদের পুনর্বাসনের ব্যবস্থা করি সবাই মিলে। Group Link : http://www.somewhereinblog.net/group/hatedrugs

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।