আমাদের কথা খুঁজে নিন

   

জয়েন করলাম



যাত্রা শুরু করল বার্তা২৪ ডটনেট Sunday, 16 January 2011, 1:15 PM BDT নিজস্ব প্রতিবেদক বার্তা২৪ ডটনেট ঢাকা, ১৬ জানুয়ারি : ‘সংবাদ সারাক্ষণ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করল নতুন অনলাইন নিউজপেপার বার্তা২৪ ডটনেট। জাতীয় প্রেস ক্লাবে রোববার সকালে এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দিক। স্টার মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ইকোনোমিক টাইমস সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকাত মাহমুদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মহাসচিব আলতাফ মাহমুদ ও আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন বার্তা২৪ ডটনেট’র সম্পাদক সরদার ফরিদ আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সাংবাদিকতায় সত্য থাকতে হবে।

সত্যকে প্রকাশ করাই একজন সাংবাদিকের কাজ। তিনি বলেন, একজন সাংবাদিকের রাজনৈতিক মতামত থাকতেই পারে। কিন্তু সেটি তার পেশায়, তার লেখায় প্রকাশ পেলে সেখানে আর সাংবাদিকতা থাকে না। সাংবাদিকতার শিক্ষক আরেফিন সিদ্দিক বলেন, সুসম্পাদনা নিশ্চিত করা না হলে কোনো সংবাদ পূর্ণতা পায় না। ভালো সম্পাদনা একটি সংবাদের প্রাণ বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সাংবাদিকতা এখন নানা ফর্মে রূপ নিয়েছে। কিন্তু এর মৌল নীতিতে কোনো পরিবর্তন আসেনি। এই বিষয়টি মাথায় রেখে কাজ করার পরামর্শ দেন তিনি। ভিসি আরো বলেন, বর্তমান ফেসবুক জেনারেশন অনলাইন নির্ভর হয়ে পড়েছে। তারা সবকিছু তাৎক্ষণিক চায়।

আমি আশা করব বার্তা ২৪ সে চাহিদা পূরণ করবে। নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন তার সাংবাদিকতার দীর্ঘ দিনের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, কেন কোন রিপোর্ট হয় তা একজন সাংবাদিককে জানতে হয়। তিনি বলেন, খবরের পেছনের খবরটি বের করাই আসল সাংবাদিকতা। এই কাজটি যে মিডিয়া হাউস করবে সেটিকে জনগণ গ্রহণ করবেই। নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বার্তা ২৪ ডটনেটকে স্বাগত জানিয়ে বলেন, ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে এখন প্রিন্টেট পত্রিকার চেয়ে অনলাইন পত্রিকাই বেশি জনপ্রিয়।

তিনি বলেন, এখন মিডিয়ায় কাজ করতে হলে একজন মিডিয়াকর্মীকে অবশ্যই প্রযুক্তিবান্ধব হতে হবে। তিনি আরো বলেন, সুষ্ঠু সাংবাদিকতার মূল কথা হলো, সত্য প্রকাশের স্বাধীনতা। এতে রাষ্ট্রীয় পর্যায় থেকে যদি বাধা থাকে তা হলে আর সাংবাদিকতা থাকে না। এই বিষয়ে তিনি সাংবাদিকদের সজাগ থাকার আহবান জানান। ইকোনোমিক টাইমস সম্পাদক শওকত মাহমুদ বলেন, গণমাধ্যম আজো গণমানুষের মাধ্যম হয়ে উঠতে পারে নি।

সরকারি-বেসরকারি নানা বাঁধা তাকে আঁকড়ে ধরেছে। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশেও যে স্বাধীন সাংবাদিকতা থাকে না- তার নজির রয়েছে। আজ বিরোধী দলের সংবাদ সম্মেলন টিভিতে সরাসরি প্রচারে বাধা দেয়া হচ্ছে। সরকার পরিবর্তনের পর যদি একই ঘটনা ঘটে তা হলে কি হবে? একটি কু দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হবে। আর এটি কোনো সাংবাদিক সমর্থন করতে পারেন না।

নাঈমুল ইসলাম খান বলেন, একটি সংবাদ প্রতিষ্ঠানকে নানা ঘাত-প্রতিঘাত মোকাবেলা করে টিকে থাকতে হয়। এর মধ্যে অর্থনৈতিক বিষয়টি অন্যতম। এই বিষয়ে মালিকপক্ষের সুচিন্তিত পরিকল্পনা না থাকলে সফল হওয়া কুঠিন। এতে কেবল সাংবাদিকরাই বিপদে পড়েন না, মালিকপক্ষকে সংকটে পড়তে হয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বার্তা২৪ কর্তৃপক্ষ নিশ্চয়ই এই বিষয়গুলো মাথায় রেখে মিডিয়া জগতে এসেছেন।

তিনি বলেন, আরো কয়েকটি অনলাইন সংবাদপত্র আমাদের দেশে রয়েছে। বার্তা২৪ আমাদের জন্য কী নতুনত্ব নিয়ে আসে সেটাই দেখার বিষয়। আগামী একবছর পরে আমরা বার্তা২৪ ডটনেট’র সালতামামি করব দেখতে ভিজিট করুন: http://www.barta24.net

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।