আমাদের কথা খুঁজে নিন

   

টরন্টোতে 'কারিবানা'

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

টরন্টোতে 'কারিবানা উৎসবটি প্রতি বছর এদেশের গ্রীষ্মের সময় হয়ে থাকে। আগষ্ট এর ২ তারিখে এবারের টা হয়েছিল। প্রতি বছর এই একই তারিখে হয় কি না এই মূহুর্তে বলতে পারছিনা। তবে অসম্ভব জাঁকজমকপূর্ণ ওঢাক ঢোল পেটানো উৎসব এটি। ঢাক ঢোলটা অাবশ্যিকভাবেই ইলেকট্রনিক এম্পলিফায়ারের সহায়তায়।

ক্যরিবিয় দেশ থেকে যারা ক্যনাডাতে অভিবাসী হয়ে এসেছেন, মূলতঃ তাদের উৎসব এটি। বেশ ব্যয়বহুল ও বটে, তা অনষ্ঠানের সাঁজ সজ্যা ও আয়োজনের বহর দেখলেই অনুমান করা সম্ভব। এবারে কিছু ভিডিও তোলার জন্য গিয়েছিলাম, তবে মূল প্যরেডটা হয়তো বা মিস করেছি। তবুও কতটুকু জাঁকজমকপূর্ণ ও মাঝে মাঝে স্বল্প পোষাকের হতে পারে, ছবিতেই তার প্রমান। ছবিগুলো বিভিন্ন ওয়েসাইট থেকে (আমার তোলা না) সংকলিত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।