আমাদের কথা খুঁজে নিন

   

টরন্টোতে মিলিয়ন মিলিয়ন ডলারের গাড়ি বীমা জালিয়াতি, গ্রেফতার ৩৭

দ্য বেঙ্গলি টাইমস ডটকম এ যেন কেঁচো খুড়তে সাপ বের হওয়া। শুরু হয়েছিল ২০০৯ সালের সন্দেহজনক একটি গাড়ি দুর্ঘটনা দিয়ে, শেষ হয়েছে আরও ৭৭টি দুর্ঘটনায়, যার সবই সাজানো। আর নাটকগুলো মঞ্চস্থ হয়েছে, বীমার মিলিয়ন মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে। বেশ কয়েকটি জালিয়াত চক্র সাজানো দুর্ঘটনা ঘটিয়ে ভুয়া কাগজপত্র তৈরি করে বীমার অর্থ দাবি করে, যা পূরণ করতে হয়েছে যানবাহন বীমা প্রতিষ্ঠানগুলোকে। ব্যাপক তদন্তের পর বৃহস্পতিবার ভোরে ঝটিকা অভিযানের মাধ্যমে বৃহত্তর টরন্টো থেকে বীমা জালিয়াতির অভিযোগে ৩৭ জনকে আটক করেছে পুলিশ।

টরন্টো পুলিশ প্রধান বিল ব্লেয়ার এক সংবাদ সম্মেলনে জানান, ১৩০টি অভিযোগের ব্যাপারে ব্যাপক তদন্তের পর গ্রেপ্তার অভিযান চালানো হয়। তিনি বলেন, এই সাফল্য প্রত্যেক অন্টারিওবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীমা জালিয়াতির কারণে অন্টারিও জুড়ে প্রিমিয়ামের পরিমাণ বৃদ্ধি পায়। কানাডায় অন্টারিওতেই প্রিমিয়ামের হার সর্বোচ্চ। টরন্টোর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর গর্ড জোনস জানান, বীমা জালিয়াতির পরিকল্পনায় মূল ১০ হোতার নেতৃত্বে সাজানো দুর্ঘটনার মাধ্যমে কয়েক মিলিয়ন ডলারের অর্থ হাতিয়ে নেওয়া হয়।

সঠিক অর্থের পরিমাণ জানা না গেলেও স্টেট ফার্ম ইনসুরেন্স জানায়, জালিয়াত চক্র ভুয়া কাগজপত্র উপস্থাপন করে আনুমানিক চার মিলিয়ন ডলারের দুর্ঘটনা দাবি আদায় করে নেয়। গাড়ির ক্ষতিসাধন করে, আরোহীদের আহত দেখিয়ে এসব অর্থ হাতিয়ে নেওয়া হয়। কিছু অসাধু আইনজীবী, চিকিৎসক এসব বীমা জালিয়াতচক্রের সঙ্গে জড়িত, যারা বীমা প্রতিষ্ঠানগুলোর যাবতীয় কাগজপত্র তৈরিতে সহায়তা করে। গত বছর দেশের বড় বড় যানবাহন বীমা প্রতিষ্ঠান টরন্টোর কয়েকটি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে বীমা প্রতারণায় জড়িত থাকার অভিযোগে মামলা করে। অন্টারিওতে বীমা জালিয়াতি, বিশেষ করে অটো বীমা জালিয়াতির ঘটনা আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় গত বছরের জুলাইয়ের শেষ দিকে অন্টারিওর প্রাদেশিক সরকার নতুন একটি অটো ইনস্যুরেন্স এন্টি-ফ্রড টাস্কফোর্স গঠনের ঘোষণা দেয়।

চলতি গ্রীষ্মেই এই টাস্কফোর্স বীমা প্রতারণা বন্ধে সুপারিশশালা উপস্থাপন করবে বলে আশা করা হচ্ছে। তথ্যসূত্র- Click This Link ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।