আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় কবিতা--- // না ঘুমানোর দল //


নারকেলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাদঁ উঠেছে ঠান্ডা গোলগাল ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে এলেম ঘর ঘুমন্ত এই মস্ত শহর করছিলো থরথর মিনারটাকে দেখছি যেন দাড়িয়ে আছেন কেউ পাথরঘাটার গির্জাটা কী লাল পাথরের ঢেউ ; চৌকিদারের হাক শুনে যেই মোড় ফিরেছি বায় -- কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়, পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘীটার পাড় এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার আমায় দেখে কলকলিয়ে দীঘির কালো জল বললো এসো আমরা সবাই না ঘুমানোর দল পকেট থেকে খুলো তোমার পদ্য লেখার ভাজঁ রক্তজবার ঝোপের কাছে কাব্য হবে আজ দীঘির কথায় উঠলো হেসে ফুল পাখিদের সব কাব্য হবে কাব্য হবে জুড়লো কলরব । কী আর করি পকেট থেকে খুলে ছড়ার বই পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই । .......... ( আল মাহমুদ )
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.