আমাদের কথা খুঁজে নিন

   

বিড়াল কাগজ খায়

আমার ব্যক্তিগত ব্লগ

আমার এক সময় ধারনা ছিল ছাগলেই শুধু সব কিছু খায়। বিড়াল আহ্লাদি প্রানী হলেও তারও কিছু অদ্ভুত খাবার আছে। একদিন আমার সেজবোন সোনিয়া দেখল বাসার বিড়াল কোথ্থেকে একটু তুলা পেয়ে সেটা খেয়ে ফেলছে। এক বিড়াল আমাদের বাসায় নিয়মিত খেতে আসে। আমার ভাগ্নে তামিমের সে খুবই প্রিয়।

একদিন তামিম ওকে খেলার জন্য এক টুকরো কাগজ দিল। ওমনি সে সেটা খেয়ে ফেলল। তামিম তো মহা খুশি, নতুন খেলার উপকরণ পেয়ে। প্রথমে মনে হয়েছিল সে ক্ষুধায় এই কাজ করেছে। পরে দেখা গেল, তাকে যখনই কাগজ দেয়া হয় সে সেটা খেয়ে ফেলে।

বিষয়টা বিপদ জনক, কোনদিন কোন দরকারী কাগজ খেয়ে ফেলবে। আবার দেখা গেল কোনদিন খাবার চেয়ে না পেলে (নাক খুব ভাল, বাসায় ভাল খাবার হলে টের পেলে বারান্দায় এসে হইচই শুরু করে দেয়), সামনে যেই কাগজ বা কাপড় পায় সেটাই কুটি কুটি করে ছিড়ে ফেলে। আমার বড় বোন শারমিন সম্প্রতি এম এড করেছেন। একদিন দেখলেন তার পুরানো প্রাকটিক্যাল খাতার প্রথম পাতা কে যেন কুটি কুটি করে ছিড়ে রেখেছে। বড়পার সন্দেহ এটা সেই বিড়ালের কাজ, আমি যাকে "জোরো" বলি (কারন সাদাকালো রংয়ের এই বিড়ালের চোখের পাসের রং কালো, ঠিক যেন মাস্ক পরা, মুখের রং সাদা)।

সবাই এই বিষয়ে একমত। শুধু আম্মা মানলেন না। তিনি তার সাধের বিড়ালের বদনাম শুনতে নারাজ। বিড়ালও টের পেয়ে গেছে, তার ঘরে ঢোকা আমাদের আর পছন্দ নয়। চুপিচুপি ড্রয়ইং রুমে ঢোকে।

আমার চোখে পড়লেই টেবিলের খবরের কাজ নিয়ে লোফালুফি করা শুরু করে, যেন এটা নিয়ে খেলতেই সে এখানে এসেছে। এই রকম অভিনয় করে সে সব সময়ই তামিমকে ভুলায় আর ঘরে ঢুকে পরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.