আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রাইমারি স্কুলের দিন গুলো (১ম পর্ব)

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

(অনেকেই ভার্সিটি লাইফ নিয়া লেখে । আমার সে রকম অভিগ্যতা নাই তাই ............। ) কবে কার হাত ধরে প্রথম স্কুলে গিয়েছিলাম মনে নাই । কারন এত বড় স্মৃতি শক্তি আমার নাই । এই টুকু মনে পড়ে যে দিন প্রথম স্কুলে গিয়েছিলাম সেদিনটা আমার ভালই লাগছিল ।

কিছু কারন ও আছে । তার মধ্যে একটা হল , স্কুলের হেডমাষ্টার সাব আমারে কোলে তুলে অফিসে নিয়ে গিয়েছিলেন । সেখানে বসা অন্য স্যারদের দেখিয়ে বলেছিলেন, আমার নাতি আজ স্কুলে আইছে দেখেন । এর পর এর কোল ওর কোল করতে করতে আমার প্রথম দিন শেষ । ক্লাসে আর যাওয়া হয় নাই ।

বাড়ী ফেরার সময় চার আনা দামের চারটা চকলেট পাইছিলাম এক স্যারের কাছ থেকে । এই খানে বলে নেওয়া ভাল হেডমাষ্টার আমার গ্রামের মানুষ । সম্পর্কে তিনি আমার দাদা হন । এর পর সকাল না হতেই আমি স্কুলে যাওয়ার জন্য মাকে ব্যাকুল করে রাখতাম । কারন স্কুলে গেলে স্যারদের আদর পাওয়া যায় ।

মা ও খুশী কারন স্কুলের প্রতি আমার আগ্রহ আর সারা দিনের জ্বালাতন থেকে রক্ষা পাওয়া । পরের দিন স্কুলে গিয়ে আমি কোন ক্লাসে না গিয়ে অফিসে আমার হেডমাষ্টার দাদার কাছে হাজির!! দাদা একটু আদর করে ঠেলে পাঠাইয়া দিলেন ক্লাসে যা ক্লাসে যা বলে । অন্য স্যারেরাও আর কালকের মত কোলে তুলে নেয়না । আমার কেমন কেমন লাগে । কয়েক দিন যাওয়ার পর দেখি হেডমাষ্টার দাদা ও আর আদর করে না ।

স্কুলের প্রতি আমার আগ্রহ কমতে শুরু করে । বাড়ীতে এসে মাকে বলি আমি আর স্কুলে যাব না । আমার মা তো অবাক ! কেন খোকা কি হয়েছে? দাদা স্কুলে আমারে আদর করেনা খালি কয় ক্লাসে যা এইখানে আসবিনা । মা বুঝতে পারেন স্কুলে যাওয়ার জন্য এতদিন কেন আমি ব্যাকুল ছিলাম । যাই হোক কিছু দিন বিরতি দিয়ে আবার আমি যখন স্কুলে যাওয়া শুরু করি ।

তখন শুরু থেকেই ক্লাসে বসতে শুরু করি । আজ এই পর্যন্ত পড়েন বাকীটা সময় পাইলে দিমুনে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.