আমাদের কথা খুঁজে নিন

   

এইটাই কি ভালবাসা ?

আমার যা ভালো লাগে আমি তাই লিখি। কে কি ভাবলো তা নিয়ে কোন মাথা ব্যাথা নাই । আমি বাচ্চা একটা পুলা,নিতান্তই ভালবাসা বুঝার মত বয়স আমার হয় নাই। ভালবাসা বুঝার জন্য বয়স কত হওয়া লাগে? । আজ আমার একটা বান্ধবি লন্ডন চলে গেছে ,যাওয়ার আগের সময়টা পর্যন্ত সে আমার বাসাই ছিল।

নিয়ম অনুসারে তার মনটা খারাপ ছিল,আর আমি সবসময়ের মতই আজ ও তার সাথে অনেক দুষ্টামি করলাম । বাসা থেকে বের হওয়ার আগে ভাবনা আমাকে বলল "can i hug u?" ♥ আমি তারে জড়াইয়া ধরলাম,ভাবনা বলল "তোর কি মন খারাপ হচ্ছে আমার জন্য?" না । বাসার দরজা খুলে সিড়ি দিয়ে খুব আস্তে আস্তে দুইজন নিচে নামলাম। গেট খুলে দিয়ে বললাম, "যা পরে দেখা হবে । ।

" ভাবনা : কোন সময় দেখা হবে? আমিঃ হবে কোন একদিন। যা যা সন্ধ্যা হইছে বাসাই যা। ভাবনাঃ আমার যেতে ইচ্ছা করছেনা। কথা শেষ করেই আমারে আবার ঝাপিয়ে পড়ল আমার উপর। একটু পরেই বুঝতে পারলাম ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ।

অনেকটা সময় পর্যন্ত আঁকড়ে ধরে ছিল আমাকে, আমি তার গালের উপরের কাজল মিশ্রিত পানি মুছে দিয়ে বললাম "ভাল থাকিস । " ভাবনা চলে গেল । আচ্ছা তখন তো আমি একফোটাও কাঁদিনি ,মন ও খারাপ হয়নি। কিন্তু এখন আমি আমার অন্ধকার রোম থেকে বাহিয়ে বের হতে চাচ্ছিনা ,কেননা আমি চায় না আমার ফুলে লাল হয়ে উঠা চোখ দুটী অন্য কেউ দেখে ফেলুক। এইটাই কি ভালবাসা ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.