আমাদের কথা খুঁজে নিন

   

মালালা কিচ্ছু বলে নাই ....শুধু সে যে একজন খাঁটি পাকিস্তানি এইটাই প্রমান করেছে মাত্র ।

মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধর নিজেরে কর জয় :) মালালা ইউসুফজাই পাকিস্তানের সোয়াত উপত্যকার মেয়ে। নারী শিক্ষার বিরুদ্ধে তালেবানদের অবস্থান নিয়ে সদা সোচ্চার। সে একজন পাকিস্তানি কিশোরী আর আমরা একটি বিশ্ব মানবতাবাদী জাতি । মানবতার অবক্ষয়ে আমরা কেঁদেকেটে একাকার হয়ে যাই। নিজের দেশে হাজারও মেয়ে শিক্ষার সুযোগ পায় না সেই দিকে আমাদের নজর দেয়ার টাইম নাই ।

মালালা গুলি খায় পাকিস্তানে আর আমরা ঘরে কাঁদি । ফেবুতে মালালার সম্মানে প্রোফাইল পিকচার চেঞ্জ করি । সে পাকিস্তানি হইসে তাতে কি?? মানবতার কাছে দেশ জাতি কিছু নাই । হুম কথা সত্য। মানবতা অবশ্যই দেশ জাতির ঊর্ধ্বে।

এতো টুকুন একটা মেয়ে নারী শিক্ষার জন্যে কথা বলতে গিয়ে গুলিবিদ্ধ হয় , এই ঘটনা অবশ্যই আমাদের নাড়া দেয়, দিবে। কিন্তু আমরা ভুলে যাই মালালাও একজন পাকিস্তানি। এবং একজন পাকিস্তানি হিসেবে তার যা করনীয় তাই করসে। নিজের দেশের নারী স্বাধীনতা নিয়ে কথা বলসে। প্রতিবাদ করার জন্যে গুলি খাইসে।

আর তা দেখে আমরা মানবতাবাদী জাতি ব্যথিত হব। মানবতার দোহাই দয়ে ভুলে যাব পাকিস্তান আমাদের জন্ম শত্রু । কিন্তু হে মানবতাবাদী জাতি আপনি ভুলে গেলেও ওরা ভুলে না। তাদের দেশে গিয়ে কেন মরলেন না এই দোষে আপনাদের বাঘেদের বিড়াল বলে গালি দেয়। যেইখানে নিরাপত্তার অভাবে নিজেই নিজের দেশে যায় না ।

সুস্থ হয়েও লন্ডনে পড়ে থাকে। একজন পাকিস্তানির কাছ থেকে এর থেকে ভাল আর কি আশা করা যায়?? হে মানবতাবাদী জাতি হুমায়ূন আজাদ স্যাররে ভাল পান আর না পান উনার এই কথাটা অস্বীকার করতে পারবেন না- পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.