আমাদের কথা খুঁজে নিন

   

একটি বিকেল

এখন নয়,

তারপর হঠাৎ, একটি অন্যরকম বিকেল তুমি এলে, অপূর্ব হাসি আর মায়াভরা চাহনি নিয়ে চোঁখের ভাষায় জানিয়েছ তোমার ভালবাসা আর হৃদয়ের সমস্ত আবেগ জড়ানো অনুভূতির কথা // আমিও পড়ে নিয়েছি সব সত্যি কি মিথ্যা আমি জানি না// লোহিত সাগরের কাল জল আর সেই জলের সূভ্র ফেনিল প্রতিটি তরঙ্গের মত আমার বুকে আছড়ে পড়েছিল তোমার ভালবাসা; আমি প্রতিনিয়ত হাঁড়িয়ে যাচ্ছিলাম তোমার সত্ত্বার মাঝে/ দেবী, তুমি আমায় বুঝিয়েছ সত্যিকারের ভালবাসা কেমন হয়/ আবেগে জড়িয়ে ধরেছিলাম তোমার হাত মনে হয়েছিল সারাজিবন আঁকড়ে ধরে রাখি আমার হাতে/ তুমি আলতো করে ছাড়িয়ে নিয়েছ; চোঁখের ভাষায় জানিয়েছ; এখন নয়.. .. আমি মুগ্ধ হয়ে দেখেছিলাম তোমার সেই অভিব্যাক্তির বহিঃপ্রকাশ সেই দিনের সেই বিকেল আমাকে নিয়ে গেল আরও কাছে- অনেক কাছে তোমার / সন্ধাটা কাটল আলো - আঁধারির শহরের পথে পথে// পথ হাড়িয়ে খুঁজলাম সঠিক পথ বিদায় বেলা তোমার হাতে সঁপে দিলাম, এক গুচ্ছ গোলাপ যার সাথে জড়ানো ছিল আমার নির্মল ভালবাসা ও প্রেম// আর মনের অবচেতন স্তরে স্বর্ণাক্ষরে লিখা হল তোমার নাম -“দেবী”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.