আমাদের কথা খুঁজে নিন

   

আশরাফ শিশিরের অন্যগান-৫ সুরকার প্রয়োজন



চোখের মধ্যে এত্তগুলো নদী, তুমি জানতে যদি আমার চোখে এত জল আসে কোথা থেকে বুকের মধ্যে তোমারইতো ছবি, তুমি দেখতে যদি ভালবেসে বুঝে নিতে আমি ভালবাসি কাকে ......... (ফুটনোট : আমি গান জানি না। টুকটাক গিটার বাজাতে পারি। তাও বকলম। স্কুলে থাকতে হঠাৎ মাথায় ভুত চাপলো। বন্ধুদের নিয়ে একটা ব্যান্ড করে ফেললাম।

নাম দিলাম পোকা। তা ওটা টিকে ছিল টেষ্ট পরীক্ষা পর্যন্ত। তো যাই হোক , নিজে নিজে সুর করে যে অ-গানগুলো বন্ধুদের শোনাতাম, নেশার ঘোরে হোক আর আমাকে খুশি করার জন্যেই হোক ওগুলো সবার মুখে মুখে ফিরতে লাগলো। একসময় টের পেলাম, আমার মফস্বলতো দুরের কথা, ঢাকাতেও কোন না কোন আসরে ( বিশেষ করে প্রেম-প্রত্যাখ্যাতদের নেশার আসরে ! ) এগুলো চলছে , শুধু আমার নামটা হারিয়ে গেছে। এর মধ্যেও একটা মজা আছে।

আর সে মজাগুলো পেতে পেতে আমি বুড়ো হয়ে যাচ্ছি। গান হোক আর অন্য গান হোক , আমার এই গান শুধুই আমার বন্ধুদের জন্য ) (গানগুলো মুখে মুখে সুর করা আছে। কাউকে কম্পোজার পেলে ভাল হয়)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.