আমাদের কথা খুঁজে নিন

   

নুয়ে পড়া সন্ধ্যায়

Sad Cafe

নুয়ে পড়া সন্ধ্যায় নুয়ে পড়া সন্ধ্যার আগে তোমার চুল আমি ভিন্নার্থ হতে দেখি - অবরোহণে লুকানো ফড়িংয়েরা যুদ্ধবিমান হয়ে যখন মানবিক আকাশের ওপোর - ধূসর ত্রিপলের মতো একেকটা সন্ধ্যা আমরা টেনে দেই প্রস্থানপ্রিয় আলোতে , যেখানে তোমার চুলগুলো আধো ঢলায়িত হয়ে আছে - কিছু ভিন্নার্থে । যূথমেঘ উড়ে গেছে মসৃণ স্থৈর্য ও চাপল্যের কাছে , যেখানে তোমার নিমগ্ন চুল আজো বিবিধবরন সন্ধ্যাকে কাছে ডাকে - যুদ্ধবিমানেরা জিরোয় যখন ঘাসের ডগায় বসে .... হ্যাঙ্গারের গহীনপ্রদেশে ঢুকে পড়ে তখন শতশত আশ্চর্য ফড়িং । ---------------- আন্দালীব ২০০৬ (আনু) * একদিনে দুই পোস্ট দেয়ার চপলতাটি লুকানো গেলোনা ছবিসূত্রঃ (Click This Link)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.