আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনের প্রেম নামক প্রহসন নিয়ে আমার সাম্প্রতিক মন্তব্য

অচিন পথের সন্ধানে......

ইন্টারনেট এবং মোবাইল ফোনের সহজলভ্যতার যুগে অনলাইনের প্রেম এবং প্রতারণা ইত্যাদি দৈনন্দিনের সাধারন খবর হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এরকমই একটি অনলাইনের প্রতারণার একটি পোস্টে আমি আমার প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। আপনাদের সবার গ্ব্যাতার্থে আমি এইখানে সেটি পোস্ট করে দিলাম...। "এরকম অহরহ হচ্ছে। ঠেকানো সম্ভব বলে মনে হয়না।

"দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে তবে আমি কোথা দিয়ে ঢুকি"....। বর্তমানে তথ্য প্রযুক্তি বা টেলি কমিউনিকেশনের যুগে আমরা এই জালের প্রযুক্তির উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি যে আসলে এইসব ব্যাপারগুলাকে এড়িয়ে যাওয়া এক কথায় অসম্ভব। আপনার বা আমার যেটুকু সেন্স আছে তা একটি উঠতিবয়সী ছেলে বা মেয়ের নেই। তারা ভুল করবেই। এখন একটাই উপায় এবং তা হচ্ছে এই প্রযুক্তি গুলা একেবারেই ব্যবহার না করা বা ব্যবহার করতে না দেয়া কি্ন্তু সেটা করতে গেলে তো আবার শিক্ষা-দীক্ষার পথ ও বন্ধ করে দিতে হবে।

তাই ছেলেমেয়েদের বাবা মা, ভাইবোন, আত্মীয় সবাইকেই সবসময় সতর্ক থাকতে হবে, প্রয়োজনে বাচ্চাদের সিলেবাসে নেট-প্রতারণা বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে এবং এটাকে ক্লাশরূম সবজেক্ট হিসেবে প্রাধান্য দিতে হবে। তাহলেই বৃহত্তর অর্থে সচেতনতা বলতে যেটা বোঝায় সেটা তৈরী হবে। অনেকের মন্তব্য ছিল মারামারি, ঠিকানা নিয়ে বিবস্ত্র করা ইত্যাদি ...... এইসব বলে হ্য় সমস্যাটাকে হালকা করে নেয়া হচ্ছে অথবা আপনারা বুঝতেই পারছেননা যে তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রসারের সাথে সাথে এই সমস্যা গুলা ও প্রকট হতে যাচ্ছে দিনকে দিন, তাই এর সমাধানের যুক্তিসংগত এবং আইনগত ভিত্তি দরকার। আপনারা এও জানেন যে আমাদের দেশে ইভটীজ নামক একটি বড় সমস্যা রয়েছে। ইভটীজ যে কত সাংঘাতিক একটি ক্ষত আমাদের সমাজে এটি ভুক্তভোগী মাত্রই জানেন।

যদিও সম্প্রতি আইন করা হয়েছে এর জন্য কিন্তু তার পরও অগনিত অসহায় মানুষ(মেয়ে) এর স্বীকার হয়েছে এবং এখনো হচ্ছে। বর্তমান যুগে এই ইভটীজেরই আরও একটি পরিবর্তিত রূপ এই অনলাইনের প্রেম, প্রহসন, সাইবার টিজিং ইত্যাদি। এইবার কিন্তু ছেলেমেয়ে কেউই রেহাই পাচ্ছেনা। তাই আমরা যদি এইডস বা মারঘাতি রোগের কথা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে এই অনলাইনের সমাস্যার কথা গুলো ও সামাজিক সচেতনতার অংশ হিসেবে সব জায়গায় সংযোজন করতে হবে। তাহলেই সমস্যাটাকে প্রতিহত করার একটা পথ আপনাআপনই বেরিয়ে যাবে।

তখন আমরা বাঘ, সাপ ইত্যাদি কে যেমন ভয় পাই অনলাইনের সমস্যাগুলাকেও তেমনি ভয় পেতে শিখব এবং এড়িয়ে চলতেও সক্ষম হব। "

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.