আমাদের কথা খুঁজে নিন

   

একটি ছবি এবং অনলাইনের বিভক্তি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

কেমন জানি আমাদের মন ? কেমন জানি আমাদের মানসিকতা? অদ্ভুত আর অদ্ভুত। আমরা সহজেই অসহ্য হয়ে যাই ,সহজেই বিভ্রান্ত হয়ে যাই। আমরা সমালোচনা কোনোভাবেই মানতে পারি না, সমালোচকদের গালি দেই। আর সমালোচনার কথাই কি বলবো!!!! সমালোচনার নামে এখন যা হয় তার যেনো আরেক নাম জ্ঞানপাপীতা। আমার কখনোই সমালোচনা শুনতে মন্দ লাগে না, বরং ভালোই লাগে।



আমি মনে করি সমালোচনা মানুষকে শুদ্ধ থেকে শুদ্ধতম করে তুলে, বিবেককে করে পরিশুদ্ধ। তাই সমালোচনাকে বড় ভালোবাসি। আমার এক বন্ধু আছে যে সবকিছু থেকেই নেগেটিভ দিকটা আগে বের করতে পারে। অনেকেই ওকে দেখতে পারে না কিন্তু আমি মনযোগ দিয়ে ওর কথা শুনি। মনে করি সবসময় পাশে এমন একজন থাকা উচিৎ যে সবসময় পিছন দিক থেকে টানতে চেষ্টা করবে।

কেউ যদি পিছন থেকে না টানে তবে মানুষের ওড়ার প্রবনতা তৈরি হতে পারে যা ভবিষ্যতে মারাত্বক ক্ষতির কারন হিসেবে দেখা দিতে পারে। অনলাইনেও এমন একটা চরিত্র আছে যে সবসময় স্রোতের বিপরীতে চলবে। তাকে আপনার শত্রু মনে করার কিছু নাই সে পরম বন্ধু যে আপনাকে সঠিক রাস্তা নিজের বিবেক দিয়ে বের করার পথ তৈরি করে দেয়। চিন্তাকে কখনো একমূখী করা উচিৎ নয় তাতে বিভ্রান্ত হবার সম্ভাবনা বেশী থাকে। সবার কথা শোনার মানসিকতা রাখতে হয়।

মতের অমিলেই কাউকে দূরে সরিয়ে দেওয়া বড্ড দুর্বলের কাজ। সোজাসাপ্টা চিন্তা করা আমরা যেনো ছেড়েই দিয়েছি।

এখন বলা হয় একটি ছবির কারনে অনলাইনের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিভক্ত হয়ে গেছে। ছবিটা অনলাইনে প্রচার হওয়ার সাথে সাথে বিভিন্ন মানুষ তার যার যার বিবেকবোধ থেকে ব্যাপারটা বিভিন্ন ভাবে নিয়েছে।

- কাউকে দেখেছি এই জন্য তাদেরকে গালি দিতে যারা এই ছবিটা প্রচার করেছে।


- কাউকে দেখেছি এর সাথে মুক্তিযুদ্ধ টেনে নিয়ে নোংরামি করতে।
- কাউকে দেখেছি বলতে এই ছবি প্রচারের ফলে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি যার ফলে লাভবান হবে স্বাধীনতার বিরোধীশক্তিরা।
- কাউকে দেখেছি বলতে এটা তার ব্যাক্তিগত জীবন, সে যা ইচ্ছা তা করতে পারে । আমাদের দেখতে হবে শুধু তার অবদান।
- কাউকে দেখেছি এই সুযোগে নিজের পুরোনো ঝাল মেটাতে।


- কাউকে দেখেছি ছবিটাকে ফটোশপ বলে প্রচার করতে।
- কাউকে দেখেছি এর সাথে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সংশ্লিষ্টতা খোঁজার চেষ্টা করতে ।

বড় অদ্ভুত এই অনলাইন আর অনলাইনে থাকা মুখোশগুলি। বিচারটা যদি কেউ করতো শুধুমাত্র ন্যায় আর অন্যায় দিয়ে তবে কতই না ভালো লাগতো। কিন্তু সেই চাওয়া আজ অবান্তর কারন মানুষের বিবেক আজ হয়ে গেছে পক্ষপাতদুষ্ট।

কিছু বলার নাই শুধু বলবো যারা আলোচ্য ব্যাক্তির অন্যায়ের পক্ষে সাফাই গাচ্ছেন তারা তার পরবর্তী অন্যায়ের পথ তৈরি করে দিচ্ছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.