আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিদ্যলয়ের প্রেম - যারে ভালোবাসিয়া ছিলাম (৩)

কৃষক blogsaudi@gmail.com

আগের পর্বটা পড়ার অনুরোধ Click This Link নদীর দিকে চেয়ে থেকে তার সঙ্গে বিভিন্ন আলাপ। যার কোন মাথা মুন্ডু নাই। বলা যায় কোন অর্থ নেই। বোটানিক্যাল গার্ডেন হইতে সন্ধ্যার পর পর ফিরে আসা। আবার সেই আগের রুটিন।

দেখতে দেখতে মাসখেনেক চলে গেল। একদিন সে বললো আমি বাড়ী যাবো। আমি কইলাম যাও। আমারে কইলো আমারে একটু বাসে তুইলা দিবা। আমি তারে গিয়া বাসে তুইলা দিয়ে এলাম।

ফিরে এসে দেখি কেমন জানি ফাকা ফাকা লাগে। ক্লাস করতে যাই দেখি একজন নাই। সবাই আছে তারপরও যেন কেউ নাই। মনে মনে নিজের শাসন করি তোর কপালে খারাপি আছে। পরদিন এক কাছের বন্ধুরে( আমার রুমমেট) কই চল বোটানিক্যাল গার্ডেন থাইকা ঘুইরা আসি।

আমি আর সে ঢুকলাম গার্ডেনে । ঢুইকাই একটা ফুলের গন্ধ পাইয়া বন্ধু টা উচ্ছাসিত হইয়া কয় কাঠালিপাচা ফুল ফুটছে। কিন্তু আমার কাছে গন্ধটা পরিচিত পরিচিত লাগতাছে। অথচ আমি কাঠিলি চাপা ফুল আগে দেখি নাই। সে আমারে গাছের কাছে নিয়া গেল ।

দেখি গন্ধ আছে কিন্তু ফুল দেখা যায় না। তাজ্জব ব্যাপার । ঝাকড়া গাছে সরাটাই পাতা আর পাতা। আমরা দুইজন বহু কষ্ট কইরা ফুল বাইর করলাম। কাঠালি চাপার গন্ধ কঠিন গন্ধ।

হঠাৎ মনে হইল আরে তার চুল থাইক তো আমি এই গন্ধ পাই। বাহ বাহ এ যে একে বারে সাহিত্য। পরে অবশ্য শুনছিলাম এইটা KAO নামে একটা শ্যাম্পুর কারসাজি। বড় ব্যাথা পাইছিলাম মনে । মনে হইছিল না হইলেই তো ভালো হইতো।

যাক। সে দুইদিন পরে ফিরা আইলো। পরদিন যখন আমরা লাইব্রেরীতে যাই সে কইলো পরদিন আমারে খাওয়াইবো কারণ বাড়ী থাইকা মাসের খরচ নিয়া আইছে। আমি কইলাম কই খাওয়াইবা । কারণ শহর আমাদের ইউনিভাসিটি থাইকা ৪ কিমি দূরে।

সে কইলো শহরে মনে মনে আমিও তাই চাইতেছিলাম ভাবছিলাম যদি এক রিক্সায় এই ৮ কিমি ( আসা যাওয়া - প্রায় ১:৩০ঘন্টা)। বাহ বাহ । কোন রাত কটাইয়া সকাল হওয়া পর তো আর সময় কাটে না। যাক আসলো সেই সময় । আমরা হইছি দুইজন যামু রিক্সায় ।

যাক ঠিক করলাম রিক্সা সে দেখলাম নিসংকোচে আমার পাশে বসলো। আহা আমি আনন্দিত। এইটাই আমার তার সাথে প্রথম রিক্সা ভ্রমন। ধীরে ধীরে যত দিন যায় আগে পুলকিত আনন্দিত হইলেও এখন মনের এই লাগামহীন চলতে দেওয়া নিয়ে একপ্রকার ভয়ের সৃষ্টি হলো। মন চায় স্বপ্ন দেখতে।

কিন্তু বিচার বুদ্ধি কয় বেশী লাফাইতেছ। এ এক বিতিকিচ্ছিরি অবস্থা। তার মনে কথা তো আমি পড়িতে পারি না। সে সুন্দর সাবলীল ভাবে দিনাতিপাত করছে। আমি মরি দ্বিধা দন্দ্বে।

এই পর্যায়ে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহন জরুরী হইয়া পড়িল। চলবে.... পরের পর্ব Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।