আমাদের কথা খুঁজে নিন

   

নিজামীর মুক্তি এবং বাঙ্গালির লজ্জা



মনটা খুব খারাপ। এ দেশের নাগরিক ভাবতে নিজেকে লজ্জা করছে। আমার বাবা-চাচা মুক্তিযুদ্ধ করেছে সেই পরিচয় দিতে খুব লজ্জা হচ্ছে। নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষে ভাবতেও লজ্জা হচ্ছে। রক্তক্ষরন হচ্ছে বুকে।

এর চেয়ে বোধহয় মৃতু্ই ভালো। দেশ স্বাধীন করে মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী আমান যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে কথা বলেন। তাই তাকে টেলিভিশন ক্যামেরার সামনে শিবির কর্মীরা লাঞ্ছিত করে। আমরা সুশীল সমাজ কেবল নিন্দা প্রস্তাব জানিয়ে চুপসে যাই। এর দুদিন পরে জামায়াতের আমির এবং যুদ্ধাপরাধীদের নেতা মতিউর রহমান নিজামী জামিনে মুক্তি পেয়ে সগৌরবে বেরিয়ে আসেন।

ফুলের মালা দিয়ে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। টেলিভশন চ্যানেলে প্রচারিত দৃশ্য আর সাংবাদিকদের তোলা ছবি দেখে মনটা কেদে ওঠে। একই মামলায় বিএনপি নেতা শামসুল ইসলাম, এম কে আনোয়ার,আব্দুল মান্নান ভুইয়া জামিন পান না আর সেই মামলায় নিজামীরা জামিন নিয়ে ফূলের মালা গলায় দিয়ে বের হয় সগৌরবে। মামলা মাথায় নিয়ে মুজাহিদরা দেশে উল্লাস করে বেড়ায় এবং হুমকি দেয়। দেশনেত্রী খালেদা জিয়াকে দুই ছেলেসহ জেলে পচতে হয়।

আরেক অসুস্থ নেত্রীকে অস্থায়ী জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যেতে হয়। কেবল পার পায় নিজামীরা। তাদের যোগ্যতা তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলো। আমাদের অপরাধ আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। তাই এদেশে আমাদের কাঁদতে হয়।

আর নিজামী এবং তাঁর গং জামাত কর্মীরা হাসে। কি বিচিত্র এই দেশ। নিজের প্রতি খুব ঘেন্না হচ্ছে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশে আমাকে চুপ করে সব সহ্য করতে হয়।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।