আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতি, মান ও অপমানের বাংলাদেশ

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

রাজনীতির বাঁকে বাঁকে মিথ্যার পুতে রাখা বোমা বিকৃত ইতিহাসে ফায়দা লুটেরা গোনে কার কত ব্যাংকে কত জমা। বানায়োট কাহিনী আর হাতে রেখে অস্ত্রবাজ বাহিনী একের বাদে একে উত্থান। মাঝে কেবলই মানবতার অপমান। পাঠের পাতায় বীষের অক্ষর দপ্তরের টেবিলে টেবিলে ঘুষযুক্ত স্বাক্ষর মোড়ে মোড়ে শুধু চেতনার শোভা, দামী ভাস্কর মনে মনে এক ফোটাও নেই কারও প্রতি সন্মান। মলাটে কেবল প্রেমের শিরোনাম, পাতায় কিন্ত আপমান। হিংসার ড্রাকুলা দন্ত, চিবিয়ে খাচ্ছে পরস্পর টুটি জীবনে চাহিদার ঝড়গতি বিনে অন্ত, প্রচেষ্টা শক্ত এক খুটি। চারদিক আক্রোশের জয়গান। বোমা, লগি-বৈঠা, কাস্তে, ইট-পাটকেল, দুইদিকে দুদলে কাটাকাটি-ফাটাফাটির দুমাদাম চক্রাকারে ফিরে ভুয়া কবি-লেখকের প্রশংসা-বান। মাঝখানে কেবলি মানবতার অপমান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.