আমাদের কথা খুঁজে নিন

   

তাতে তোমার কি

মাঝে মাঝে নি:সঙ্গতা গ্রাস করে আমায়, জীবনের মানে খোঁজা তখন আমাকেই মানায়

আমি যদি বেসুরো গান গাই, তাতে তোমার কি? ছন্দহীন গানেই আমার সুরেলা অনুভূতি। আমি যদি রাতের আঁধারে জোৎস্না খুঁজি, তাতে তোমার কি? জোৎস্নার কোমল পরশ আমি অনুভবে বুঝি। আমি যদি সৈকতে দাড়িয়ে একা, সমুদ্রের গর্জন শুনি, তাতেই বা তোমার কি? প্রতিটি হুংকারের সাথে আমি হাজারও স্বপ্ন বুনি। আমি যদি রাস্তার মাঝে দুহাত তুলে বৃষ্টিতে ভিজি তাতেও তোমার কি? হতে পারে আমি মিথ্যে সান্ত্বনাকেই খুঁজি। আমার এই গান তোমাকে নিয়ে আমার এই জোৎস্না খোঁজা তোমারই খোঁজে সমুদ্রের গর্জন যেন তোমার আহবান বৃষ্টিতে ধুয়ে যায় মান অভিমান। আমি যদি ভালবাসি তোমায়, তাতে তোমার কি? তোমার অস্তিত্ব যে, আমার কল্পনায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।