আমাদের কথা খুঁজে নিন

   

একটি সন্ধা...

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।

কয়েক দিন আগে এক ভিন্নরকম সন্ধা দেখেছি, আমরা দেখি সকালের সূর্যোদয়, সন্ধার সূর্যের অন্ত যাওয়া , দেখি রাতে আকাশে তারার খেলা চাঁদের মায়াবী মুখ। আজ শুনাবো এমনই এক সন্ধার কল্পকথা। দিনের শেষে সন্ধা নেমে আসছে আর আমি তখন ভাবছি সূর্যটা কেমন করে রাতের চাঁদের কাছে হার মানছে আর চাঁদ উকি মারছে নীল আকাশের বুকে। সূর্যের আজকের এর হারমানা যেন হারমান নয়, আবার কাল সূর্য আসবে বীরের বেশে।

পৃথিবীতে এখন আর সূর্য নেই আর তাই নেই কোন কলরব, থেমে গেছে সব কোলাহল,পৃথিবী যেন একদম চুপ হয়ে আসছে। পাখিরা সব ডানা মেলে ফিরছে নিজ নিজ গন্তব্যে। আর আগামি দিনের আহবান জানাচ্ছে সবাইকে আর পাখি গুলো একে অপরকে বলছে আচ্ছা বলতো কালকের সূর্যটা কেমন হবে, এক পাখি বলছে কালকের সূর্যটা অনেক সুন্দর হবে। আরেক পাখি বলছে না কালকের সূর্যটা হবে মেঘে ঢাকা, কাল ও সূর্যটা হার মানবে রাতের আধারের কাছে। আসলেই কি সূর্য হার মানে কারো কাছে , না সূর্য হার মানার না, সূর্য কারো কাছে হারমানার নয়।

তারপর দেখলাম আকাশে চাঁদের হাসি এখন আকাশে শুধুই চাঁদের অধিপত্য , আকাশে এখন আছে লক্ষ লক্ষ তারা আর এক মাত্র চাঁদ। তবে একটা জিনিস আমাকে বেশ ভাবিয়েছে আর তা হচ্ছে , দেখতে পেলাম দুটি তারা , একটি তারা আরেক থেকে আরেকটি তারার দুরুত্বে অবস্থান । কিন্তু কেন এই তারাগুলোর দূরুত্বে অবস্তান এর মাঝে দুটি তারা কেন জানি এক হতে চায় , কিন্তু কেন জানি পারেনা। কেন এই দুরুত্ব কেন ওরা এক হতে পারেনা। আমার তো মনে হয় একদিন না একদিন ওরা একসাথে হবেই হবে... আজ না হয় কাল না হয় পর জনমে..... [si]লেখা টি আমার এক বন্ধুর লেখা এক সন্ধার অনুভুতি...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.