আমাদের কথা খুঁজে নিন

   

আকাশে বাতাসে ভালোবাসি সখী ভালোবাসি

নীল নির্জনে একাকি,তোমার পানে চেয়ে

হয়তো তোমার জন্য মিশে যাবো আকাশে, নীল নির্জনে মায়াময় ভোরের সুহাসিত বাতাসে। হারিয়ে যাবো একলা বনভুমির কোন সে সুদুরে, সাতসমুদ্রের ফেনিভ স্রোতের অজানা এক পাড়ে। জলপ্রপাতের অনাবিল অঝোর আনন্দ অশ্রুতে, লীন হয়ে যাবো অজানা এক ঐশ্বরিক নিভৃতে। আগুনের কৃষ্ণচুড়া হয়ে জ্বলব তোমার বুকে, লজ্জাবতী পাতার মাঝে নিস্তব্ধে আবেশের সুখে। ভেসে যাবো হিমশৈলের সাথে সবুজ শ্যাওলা হয়ে, ভালোবাসার বরফে মোড়া নীল চাদর জড়িয়ে। রুক্ষমরু ভুমির একবিন্দু ধুসর প্রান হয়ে, সাঝেঁর বালুকাবেলায় কুয়াশার শ্বাস নিয়ে। মাটি হয়ে ছড়িয়ে পড়ব ধরিত্রীর বিশাল প্রান্তরে, অনন্ত কালের সঙ্গী হয়ে তোমার গভীরে। ভালো বাসি সখী ভালোবাসি তোরে, নীল নির্জনে অজানা কোন প্রান্তরে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।