আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসি তোমায় ( সুনীল গঙ্গোপাধ্যায়ের - ভালোবাসি ভালোবাসি কবিতা অনুকরনে লিখা এই কবিতা )

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।


ধরো কাল তোমার বাসায় আমি গিয়ে হাজির
কলিং বেল বাজাতেই দরজা খুললে তুমি
দরজার এপাশে আমি আর ওপাশে অবাক তুমি
তখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি- ভালবাস?
তুমি কি দরজাটা তখন বন্ধ করে দিবে ?
নাকি আবেগে আমাকে কাছে টেনে নিয়ে
বলবে ভালোবাসি ভালোবাসি...।

ধরো বন্ধুদের সাথে কোন এক আড্ডায় বসে আছ তুমি
হঠাৎ সেখানে উপস্থিত হলাম আমি
সবাইকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করলাম তোমাকে -ভালবাস?
তুমি কি তখন আমাকে না চেনার ভাব করবে?
নাকি সব বন্ধুদের আরো অবাক করে দিয়ে বলবে
ভালোবাসি ভালোবাসি...।।

ধরো তোমার অফিসে খুব ব্যস্ত তুমি
এমন সময় আমি গেলাম সেখানে
তোমার রুমে ঢুকে হাতটি ধরে
যদি তোমাকে জিজ্ঞেস করি –ভালবাসো?
তোমার ব্যস্ত সময়ে আমাকে দেখে কি বিরক্ত হবে?
আমাকে কি ধমক দেবে?
নাকি আমার হাতটি চেপে ধরে বলবে
ভালোবাসি ভালোবাসি...।

ধরো তোমার চাকুরী নেই
বেকার তুমি বসে আছ, খুব বাজে সময় পার করছ
তখন আমি তোমার সাথে দেখা করতে গিয়ে
চোখে চোখ রেখে যদি জিজ্ঞেস করি ভালবাস?
তুমি কি আমাকে ফিরিয়ে দিবে ?
নাকি আমার চোখে চোখ রেখে বলবে
ভালোবাসি ভালোবাসি......।

যেখানেই থাক, যেভাবেই থাক
আমি চাই শুধু -
তুমি ভালো থাকো, ভালো থাকো সদা
আর ফিরে আসো আমার কাছে
ভালোবাসি ,ভালোবাসি, ভালোবাসি তোমায়......।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.