আমাদের কথা খুঁজে নিন

   

এইখানে প্রস্রাব করিবেন না । করিলে দশ টাকা জরিমানা - কর্তৃপক্ষ

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

এইখানে প্রস্রাব করিবেন না । করিলে দশ টাকা জরিমানা - কর্তৃপক্ষ বোধহয় ব্লগ কর্তৃপক্ষের এই নোটিশটি টানানোর সময় হয়ে গেছে । আমার, সুপ্রিয় ব্লগার বন্ধুরা সবাই মিলে যে কর্মটি করতে পারিঃ এইখানে প্রস্রাব করিবেন, না করিলে দশ টাকা জরিমানা - কর্তৃপক্ষ এইখানে স্রাব করিবেন না, করিলে দশ টাকা জরিমানা - কর্তৃপক্ষ এইখানে প্রসব করিবেন না, করিলে দশ টাকা জরিমানা - কর্তৃপক্ষ আইন দিয়ে, নোটিশ দিয়ে পাহাড়া বসিয়ে কে কবে কোন কর্তৃপক্ষ পাবলিকের যত্রতত্র মোতা থামাইতে পারছে ?? তার দায় তবে কি কর্তৃপক্ষের ?? পাবলিক সর্বোচ্চ যে কামটা করে তা হলো দিনের বেলায় না পারলেও সন্ধ্যা হইলে দেখবেন জামাতে খাড়াইয়া গেছে যেন নোটিশটা টানিয়ে কর্তৃপক্ষ পাবলিকরে কইয়া দিতেছে যে এইখানে মোতন যায় ।

তেমনি এই ব্লগে নিজের নিকে না পারলে আরেক নিকে আইসা মুইত্যা যাইব । কেমনে ঠেকাবেন ?? মানুষ মুতবই । পার্থক্য এই কেউ আড়ালে আবডালে বাথরুমে বইস্যা মুতে আর কেউ এক ঠ্যাং চেগাইয়া কুত্তার মতন লাইট পোস্টে মোতে । গনতান্ত্রিক দেশ । কে কেমনে মুতব সেইটা তো আইন কইরা লাভ নাই ।

যার যে অভিরুচি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।