আমাদের কথা খুঁজে নিন

   

এইখানে

sorry vai এইখানে ঠিক এইখানে বাক নিল যত নদীদের ঝাক, হয়ে গেল মূক যত ক্লান্ত বিলাপ। এইখানে ঠিক এইখানে ঝরে যত জোস্নার ঘ্রাণ, এইখানে হয় যত কবিতারা ম্লান। এইখানে উঠে যত ভাঙনের সুর, এইখানে অমানিসা কেড়ে নেয় ভোর। ঠিক এইখানে 'এই বুকে ঝরে যত ফুল, এইখানে ভেঙে পড়ে মেঘনার কূল। এইখানে লালনের অচিন পাখি, ভেঙে যায় খাচা খানা থাকি থাকি। এইখানে এই বুকে খেয়ালের ভার, এইখানে জন্মের যত ছারখার!!!! (পলাতক কবি)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।