আমাদের কথা খুঁজে নিন

   

এইখানে কোনটা কে?

মড়ঢ়ধষ.নযধৎ@রহনড়ী.পড়স

আমগো ব্লগে, এক পাবলিক চরম আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছে। অনেকের মুখ থাইকা শুনলাম, তিনি নাকি কাঁটাবনের "ঝন্টু পশু-পাখী" র দোকান থেকে পলায়া আসছে। যাই হোক, তার ব্যাপারে আর একটু বলি। তিনি কুকুর খুবি ভালবাসেন। কেউ মনখারাপ করায়া দিলে, তাকে "আপনি আপনি" কইরা কুকুর দাকেন।

তার নাম এন্ড্রু না এন্ডো্র এই ব্যাপারে সে নিজেই কনফুইজড। তবে তার আতলামি কোন পর্যায়ে গেছে, সেইটা তার প্রোফাইল দেখলেই বুঝা যায়। সে নাকি ম্যানহাটন, ইউ.এস.এ তে থাকেন। ম্যানহাটন যে ইউ.এস.এর কন শহর না এইটা তারে কে বুঝাইবো কন। কাঁটাবন পলাতকের জন্য ম্যানহাটন যে ইউ.এস.এ আর ছিদ্দিক বাজার ইউ.এস.এ একি কথা।

যাইহোক আপনাদের জন্য একটা কুইজের ব্যাবস্থা করছি, উপরের ছবিতে, কোনদা কে কন দেখি। কুকুর দারে চিনেন আপনারা, মিসটেক হওয়ার কথা না, তয় তলেরদা কেদা? এন্ড্রু/ এন্ডো্র নাকি হাবীব মহাজন................. খুব খিয়াল কইরা উত্তরডা দিয়েন। পি.এস. - এন্ড্রু/ এন্ডো্র তুমি আর একটা পোস্ট দিয়া আমারে কুকুর কইয়া ডাইকো [েপোস্ট না দিটে ইচ্ছা হইলে, কাট পেস্ট কইরো]। মনটা একটু হালকা হবে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।