আমাদের কথা খুঁজে নিন

   

কি এক্কান খেইল দেখাইলো!!!!!!

তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে।

ইউরো চ্যাম্পিয়নশিপে যদিও ওরা ফেবারিট মুখে মুখে। খেলা শুরুর পর তার ছিটেফোটাও নেই। অষ্ট্রিয়ার সাথে নিজেরা তো খারাপই খেলেছে সাথে দুই কোচ মিলে বচছা করায় মেইন কোচ মাঠের বাইরে। গত ম্যাচের পর কোন জার্মানই আজকের খেলায় যে জার্মানি জিতবে না তার সব রকমের ব্যবস্হা করেছে।

অফিসে যাকেই জিঞ্জেস করতাম আজকের খেলা কোথায় দেখবে? সবাই কোন না কোন বাহানা দেখাতো। কেউ আজকে সুইমিং করতে যাবো, কেউ ব্যায়াম, কেউ ঘুম। আমি হালায় কে জিতলো না জিতলো তা নিয়ে চিন্তা না করে সব খেলাই লাইভ দেখি। তার্কী আগের যে দুটো খেলার শেষ মিনিটেও গোল দিয়ে জিতে যেতে পারে সেইটা কি আর হেলায় মিছ করা যায়। আজকে জার্মান জিতবে সেইটা আমার এক বন্ধু বলেছিলো।

কিভাবে? বড় টিমের কিছু টেকনিক থাকে সব বড় খেলাতে- তার উত্তর। সত্যি তাই হলো। আজকে জার্মান যে খেলাটা দেখালো। অবিশ্বাস্য। পর্তুগাল কিছু করতে না পারলেও দুটো গোল দিয়েছে।

আমার বসের ওয়েব সাইটের প্রথম পেজেই জার্মানির প্রথম বিশ্বকাপ জয়ের ছবি। কেন? বসের উত্তর-বিশ্বযুদ্ধত্তর জার্মানির জন্য ঐ বিশ্বকাপ জয়টা যে কতো জরুরী ছিলো সেটা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপ জয়ের পরপরই সবাই আবারো নতুনভাবে উজ্জীবিত হয়ে আজকের এই জার্মানি। আজকে রাতে খবর আছে। এমনিতেই কেউ জিতলে ঘুম হারাম।

আর আজকে তো গাড়ির হর্ন, বম্ব ফোটানো শব্দে কান ঝালাপালা। মদ, বিয়ারের বন্যা বয়ে যাবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.