আমাদের কথা খুঁজে নিন

   

এক্কান কোবতা লিখছি, জিনিয়াস অইলে এদিক আহেন...

প্রতি টি মানুষের লুকানো কিছু আবেগ থাকে যা কখনো কাউ কে বলা হয় না। শুধু বোবা কাঁন্নার মত সারা জীবন কাঁদতে হয় সেই আবেগের কারণে। আমি ও কাঁদি সারা জীবন কাঁদবো এভাবে।। কি এক্কান কোবতা লিখলাম, অহন নিজেরি বুজতে কষ্ট অইতাছে... জিনিয়াস কবিরা আমার কবিতার মর্ম বুজাই দেন, পিলিজ... কেমন অইছে হেইডাও কইবেন। ||হয়তো|| তাকিয়ে নয়ন মায়া পানে.... মূর্খ কি সে ভাষা বোঝে .... নেশাগ্রস্থ মন ঘুমিয়ে অন্য ভুবনে... দৃষ্টি যেন ঘোলাটে হয়ে আসে....|| নয়ন ভাষা এগিয়ে চলে বহুদূর ... ধরতে না পারি রাজ্য সম ভুল.... ভাবি তাই দিগন্তপানে... মূর্খ একাই এ জগতধারে...|| গোধূলি অন্ধকারের রূপ ধরে.... পাল্টে দিচ্ছে সকল মন বাসনাকে...|| হয়তো সব ঠিক হবে একদিন... দেখা পাবো কি এই "স্বল্প সময়ে" কোনদিন... হয়তো পাবোনা... হয়তো পাবো... যাই হোক.. ভেঙে যাবে যত দ্বিধা-দ্বন্দ্ব... শুধু ভয় হয় ঘড়িটা যেন না হয় নষ্ট....||

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.