আমাদের কথা খুঁজে নিন

   

শীতের রাইতে বিয়া বাড়ির গল্পো লগে এক্কান ১৮+ ছবি

দেশী মুরগীর ডিম পছন্দ মনো করুইন, বিয়ার দাওয়াত-মাওয়াতও যাউন অয় না। এক বিয়ার দাওয়াত পাইলাম একবার। রুজার সমু বিয়া। শীতের মইদ্দে... সেহেরীর দাওয়াত ... বরযাত্রী যাউন লাগবো শেরপুর...এক গেরামও। হুইন্নাই মজা পাইয়ালছি গীয়ারের ঠেলায় আগেই রউনা দেয়ালছি গেছিওগা তাত্তারি...বরযাত্রীর আগেই বিয়া বাড়ির লুকজন ত আমরা যাউনের পড়ে ভেজালও পইড়া গেছে।

আমরারে উডানের পড়ে এক বেড়ার ঘরও জাগা বাউ কইরা দিছে ... মাডির ঘর... সেহেরি পর্যন্ত ঘুমানির লাইগগা। কারেন্ট নাইগা ... কুপ্পি জ্বালায়া দিছে ... পুলাপান কি আর ঘুমায়? ... মশা কামড়ায়া আংগায়ালতাছে । বাউ কি ... তাশ খেলবার বইয়া পড়ছি। বাত্তি কম ... আন্দা-গুন্দা পুলাপান খেলার মইদ্দে আবার কার্ড চুরি করে। মিজাজ খারাপ কইরিয়ালতাছে এইসমু এক দুস (সম্পর্কে মামু অয়) ঘরের মইদ্দে কুপ্পি লইয়া আন্দা-গুন্দা কি জানি খুজতাছে।

হে চৌহির তলে এক বিরাট ডেগ আবিস্কার করলো ডেগ ভর্তি বুলে রসে চুবানি রসগোল্লা পুলাপানরে ডাক দিতেই ... রেইস শুরু অইয়া গেছে, কেডা কার আগে খাইবো ... ২-৩ জুন লাপ পাইরা যাইয়াই খাবলা মাইরা রসগোল্লা মুহো দিয়ালছে রসগোল্লা মুহো দিয়া বেকটি মামুর দিগে চায়া রইছে পরে আমরা কয়জুন যায়া দেহি ... ডেগও পানির মইদ্দে গুল-আলু চুবানি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।