আমাদের কথা খুঁজে নিন

   

ইয়াহুর নতুন দুটি ডোমেইন


জনপ্রিয় ওয়েবভিত্তিক ই-মেইল সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু নতুন করে গ্রাহক বৃদ্ধির জন্য এর @yahoo.com সাথে আরো দুটি ডোমেইন যুক্ত করছে। ফলে এখন থেকে (বিনামূল্যে) একাউন্ট রেজিষ্টেশন করতে গেলে ডোমেইনের যায়গায় ড্রপডাউনের সাহায্যে আনান্য দুটি ডোমেইন পছন্দ করা যাবে। ডোমেইন দুটি হচ্ছে @ymail.com এবং @rocketmail.com। আপনি যদি নামে আইডি খোলা থাকে তার পরেও আপনি এবং নামে নতুন করে রেজিষ্টেশন করতে পারবেন। আর http://www.ymail.com এবং http://www.rocketmail.com তে প্রবেশ করলে তা সয়ংক্রিয়ভাবে https://login.yahoo.com সাইটে ফরওয়ার্ড হয়।

তবে লগইন করার সময় আপনি যদি yourid ব্যবহার করেন তাহলে তা মেইল নির্দেশনা করবে। বা তে লগইন করতে হলে আপনাকে পূর্ণ ইমেইল ঠিকানা লিখতে হবে। কারণ ঠিকানার জন্য ইয়াহু আইডি হচ্ছে yourid এবং বা ঠিকানার জন্য ইয়াহু আইডি হচ্ছে পূর্ণ ইমেইল ঠিকানা। ইয়াহু মেইলের ভাইস প্রেসিডেন্ট জন ক্রেমারের মতে ইয়াহুর অগণিত আইডি রয়েছে এবং বৈচিত্র্যের জন্য নতুন ডোমেইন চালু করেছে। এতে তাদের গ্রাহক আরো দ্রুত বৃদ্ধি পাবে বলে আশা করছেন।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.