আমাদের কথা খুঁজে নিন

   

ইয়াহুর নতুন অধিগ্রহণ

সার্চ ইঞ্জিন ইয়াহু এবার নিজেদের বিজ্ঞাপন কার্যক্রম এগিয়ে নিতে ইউনিফর্ম রিসোর্স লোকেটর (ইউআরএল) সংক্ষিপ্ত করার প্রতিষ্ঠান ‘ব্রিড’কে অধিগ্রহণ করেছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ইয়াহুর পক্ষ থেকে এসব তথ্য জানা গেছে। আর ইয়াহুর সঙ্গে যুক্ত হওয়ার ফলে ইতিমধ্যে নিজেদের সেবা বন্ধ করে দিয়েছে ব্রিড (https://bre.ad)। সম্প্রতি ব্রিডের ওয়েবসাইটে এ তথ্য তুলে ধরেন ব্রিডের প্রধান নির্বাহী অ্যালান চ্যান।
বর্তমানে ওয়েবসাইটে থাকা বার্তায় বলা আছে, ইয়াহু তাদের অধিগ্রহণ করেছে।

যার ফলে ইতিমধ্যে ব্রিড তাদের সেবা সার্ভিস ব্রিড সোশ্যাল এবং ব্রিড ওভেন বন্ধ করে দিয়েছে। তবে সেবা বন্ধ করলেও ব্রিড ব্যবহারের মাধ্যমে তৈরি হয় সংক্ষিপ্ত ইউআরএল ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এ সেবাটি আগামী ১১ নভেম্বর পর্যন্ত পাওয়া যাবে। তবে এর মধ্যেই ব্রিড ব্যবহার করে তৈরি করা ইউআরএলগুলো ইউআরএল সংক্ষিপ্ত করার সেবা দেয় এমন জনপ্রিয় আরেকটি সেবা বিটলিতে (https://bitly.com) স্থানান্তরের অনুরোধ করা হয়েছে। মূলত বড় ওয়েবসাইটের লিংকে সংক্ষিপ্ত করতেই এ ধরনের ইউআরএল সংক্ষিপ্ত করার সেবা ব্যবহার করা হয়।


অধিগ্রহণের ফলে বর্তমানে ব্রিডের সব কর্মকর্তা-কর্মচারী ইয়াহুর বিজ্ঞাপন দলের সঙ্গে কাজ করবে। ঠিক কি পরিমাণ খরচের বিনিময়ে অধিগ্রহণটি সম্পন্ন হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। ইয়াহু কিংবা ব্রিড কর্তৃপক্ষ কেউই এ বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি। প্রযুক্তি বাজারের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় টিকে থাকতে বিভিন্ন ধরনের উদ্যোগের অংশ হিসেবে সর্বশেষ ইয়াহুর এমন উদ্যোগ। বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলেরও এমন ইউআরএল সংক্ষিপ্ত করার সুবিধা রয়েছে।

গত বছর ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেওয়ার পর মারিসা মেয়ার নতুন দারুণ সব উদ্যোগ নেন। পরিবর্তন আনেন লোগোতে, ইয়াহু মেইলসহ ইয়াহুর অন্য সেবাগুলোতেও। এর আগে চলতি বছরের শুরুতেই ছবি শেয়ার ও সামাজিক যোগাযোগের সাইট টাম্বলারকে প্রায় ১০০ কোটি ডলারের বিনিময়ে অধিগ্রহণ করে। এ ছাড়াও বিভিন্ন ছোট ছোট বেশ কয়েকটি প্রতিষ্ঠানকেও অধিগ্রহণ করেছে ইয়াহু।
—দ্য টেলিগ্রাফ ও ম্যাশএবল অবলম্বনে কাজী আলম



সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.