আমাদের কথা খুঁজে নিন

   

নার্গিস বেগম, তুমি ইহা কি করিলে!

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
খবরে বারবার প্রচারিত হচ্ছিল ঘূর্ণিঝড় নার্গিসের খবর।

আমরা সবাই জেনে খুশি হয়েছিলাম যে নার্গিস আমাদের দেশে আসবে না শুনে। একটু খারাপ লাগছিল মায়ানমারের কথা ভেবে। কিন্তু বুঝতে পারছিলাম ঝড় গেলে কি হবে। তার প্রভাব পড়বে আমাদের দেশেও। সেদিন রাত্রে ঝড় শুরু হল।

আমার মেজ ভাই বারান্দায় গেল শুকাতে দেয়া কাপড়-চোপড় আনার জন্য। ঘুর্ণিঝড় প্রথমেই তার লুঙ্গিটাকে ধরে টান দিল। কিন্তু সে খুব শক্ত করে পড়ে রেখেছিল। তাই হলোনা। শেষে নিরুপায় হয়ে আমার মেজ ভাইয়ের শুকাতে দেওয়া একটা আন্ডারপ্যান্ট নিয়েই তাকে ক্ষান্ত দিতে হল।

ঝড় শেষ হওয়ার পর আমার ভাই আমাকে ঘটনাটা আমাকে বলছিল আর আমি হেসে লুটিপুটি খাচ্ছিলাম। আজকে ব্লগের সবার সাথে শেয়ার করলাম। নার্গিস বেগম আপনাদের আর কার কি নিল সেটা এই পোস্টে জানান। পোস্টটাকে আগে একবার সামহোয়ারে দিয়েছিলাম। ৫মিনিটেই আবার ড্রাফট করে ফেলেছিলাম।

কেন করেছিলাম তা মনে নেই। । ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।