আমাদের কথা খুঁজে নিন

   

নার্গিস বেগম আসিতেছেন.. সাবধান!



ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় 'নার্গিস' দিক কিছুটা পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। আবহাওয়া অধিদপ্তরের বুধবার সকালের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় 'নার্গিস' উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোসাগর ও সংলগ্ন পূর্ব- মধ্য বঙ্গোসাগরে অবস্থান করছে। এটি বুধবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৯৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ঝড়টি আরো জোরদার হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর যথারীতি উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে দু'নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় 'নার্গিস' সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টায় উপকূলের দিকে ২০ কিলোমিটার অগ্রসর হয়।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এটি একই এলাকায় স্থির ছিল।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।