আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদের মামলা প্রত্যাহার না করে আওয়ামী লীগ বিশ্বাসঘাতকতা করেছে

জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্যামপুর জাতীয় পার্টির নেতা-কর্মীরা। পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে গতকাল বিক্ষোভ মিছিলটি জুরাইন রেলগেট থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। শ্যামপুরে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, সরকার সাড়ে চার বছরে এরশাদের মামলা প্রত্যাহার না করে জাপার নেতা-কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীর মামলা প্রত্যাহার করা হয়েছে। অথচ মহাজোটের রূপকার এরশাদের মামলা প্রত্যাহার করা হয়নি।

সমাবেশে বক্তব্য রফিকুল ইসলাম ঠান্ডু, সম্পাদক সুজন দে, কাওসার আহমেদ, ইব্রাহিম মোল্লা, জহিরুল ইসলাম জহির ও জহিরুল ইসলাম সরকার।

জাপার কর্মিসভা : এদিকে রাজধানীর খিলগাঁও মডেল কলেজে খিলগাঁও থানা জাতীয় পার্টির কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, এরশাদের মিথ্যা মামলা বছর বছর ঝুলিয়ে রাখা হয়েছে। একাধিকবার জাতীয় পার্টিকে ভাঙার চক্রান্ত করা হয়েছে। আল্লাহর রহমত আর জনগণের ভালোবাসায় বর্তমান সংসদেও প্রতিনিধিত্ব করছে জাতীয় পার্টি।

আগামীতে এককভাবে নির্বাচন করে জাতীয় পার্টি সরকার গঠন করবে। সভায় সভাপতিত্ব করেন থানা সভাপতি আবুল বাশার বাসু।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।