আমাদের কথা খুঁজে নিন

   

নক্ষত্রের আলাপচারিতা



এক) নক্ষত্রের রাত এর কথা মনে আছে? সেই যে শুনশান বনভূমে তুমি আমি। উজ্জলতার শতকোটি কোলাহল এরই মাঝে আমার তোমার তোমার মুখরতার অপূর্বকাল। যদি একটা সমুদ্র সমান অথই জল হতাম আমি। পথ হারানো এক নাবিক হয়ে খুঁজতে আমায় বলেছিলে একদিন। তোমার হৃদয়ের বুনোহাঁস হয়ে ক্রমশঃ যত কাছে আসি তুমি আরো কাছে চাও। রাখাল মনে পড়ে একদিন নির্জন বনভূমে নক্ষত্রের রাত্রি নেমেছিলো? দুই) তুমি বলেছিলে যে কোন আনন্দের মধ্যে এলেই তুমি বড় একা হও। তোমার মধ্যেকার দূর্দান্ত নায়কের মত স্মার্টনেস নিয়ে অনায়াসে তুমি এই ধরনের যে কোন দৃশ্যপটের নায়ক হ্ও। আর আমি ভাবি তুমি না এলে আমার নির্জন বনভূমে একটাও রঙিন হাঁস উড়তো না। তোমাকে তাই অভিবাদন প্রিয়তম আমার।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।