আমাদের কথা খুঁজে নিন

   

শাশ্বত এখন ভেলোরে



কোলকাতা থেকে ১৫ তারিখ রাতের শালিমার-ত্রিবান্দম ট্রেনে যাত্রা করে আজ সকাল দশটায় ভেলোরে পৌঁছে গেছে শাশ্বত ও তার বাবা। লম্বা ভ্রমণে ভীষণ ক্লান্ত এখন শাশ্বত। ঘণ্টা'দুই আগে শাশ্বতর বাবার সাথে আমার কথা হলো, 'জার্নিতে শাশ্বত একেবারে অন্যরকম হয়ে গেছে...ওর মা ফোন করলে একথা বলবেন না, কষ্ট পাবে। ' আমি শাশ্বতর মাকে জানাবো না...কিন্তু আমার নিজের মনটা খুব অস্থির হয়ে উঠেছে। ইচ্ছে হলো শাশ্বতর সাথে কথা বলার...সেটা সম্ভব নয়।

ও ভেলোর সিএমসি হাসপাতালের পাশে লজে এখন পরম ক্লান্তিতে কাতর হয়ে আছে। শাশ্বত'র বাবা ভরসা করছেন, হাসপাতালের পাশেই লজ হওয়াই পরিস্থিতির অবণতি ঘটলে দ্রুত সেখানে পোঁছানো যাবে, আমাকে একথা জানালেন। আজ রাতে আবার কথা হবে শাশ্বতর বাবার সাথে। বিস্তারিত জেনে কাল আপনাদেরকে জানাবো। ২১ তারিখ চেক-আপের সময় নির্ধারিত আছে।

শাশ্বতকে নিয়ে ব্লগার বন্ধুদের অক্লান্ত-অকৃত্রিম প্রচেষ্টার জন্য শুভকামনা রইল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।