আমাদের কথা খুঁজে নিন

   

শাশ্বত বিষয়ে সাবধানতা



বন্ধুরা, আপনাদের রেসপন্স দেখে আমি এবং আমরা খুবই আশান্বিত। সকলকে ধন্যবাদ জানাই। আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অফিসিয়ালি উদযোগটা নিয়েছি...আমি শুধু ইনিস্টিগেটরের কাজটি করেছি। আমি আগে ব্লগে লিখিনি আগে...বুঝতে পারছি না আমরা দুটো একাউন্ট নং ব্যবহার করার পরেও কেন আপনাদেরকে নতুন একাউন্ট ব্যবহার করতে হচ্ছে?? কোনোভাবে যেন কেউ এই উদযোগকে অপব্যবহার না-করতে পারে সে-ব্যাপারে কর্তৃপক্ষকে সাবধান হতে অনুরোধ করছি। আজ আমার একটা লেখা ছাপা হয়েছে, লিঙ্কটা দেখুন: http://www.shamokal.com/details.php?nid=95091 কাল সকালে আমরা কয়েকজন শাশ্বতকে দেখতে যাচ্ছি ওর বাড়িতে, ৯ তারিখ বাবা-সহ চেক-আপের জন্য সে ভেলোর যাচ্ছে। ফিরে বিস্তারিত জানাবো... আমরা পরাজিত হতে চাই না...শাশ্বতকে সারিয়ে তুলবোই...আবার ক্লাসগুলোতে ওর সরব উপস্থিতি আর প্রাণবন্ত হাসি দেখবো, একসাথে ছাত্র-শিক্ষক তর্ক করবো, আড্ডা জমাবো...সেই স্বপ্নই আমাকে শক্তি যোগায় শাশ্বতর পাশে, এবং নির্বিশেষে সকল শিক্ষার্থীর পাশে দাঁড়াতে। আর জানি, লক্ষ লক্ষ মানুষ আমরা এক কাতারেই দাঁড়িয়ে আছি...হাতে হাত রেখে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।