আমাদের কথা খুঁজে নিন

   

দূর্ণীতি দুর করার আগে এগুলা ভাবা দরকার!!

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

দুর্ণীতি বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। কোথায় নেই এই দুর্ণীতি, দেশে যেমন আনাচে কানাচে ছড়িয়ে গেছে দুর্ণীতি, সরকারী/বেসরকারী কোথাও বাদ নেই! কিন্তু এর জন্য দায়ী কে? শুধু দুর্ণীতিকারী ঐ ব্যক্তি নাকি পুরা সিস্টেম? তাই বলে ভাববেন না আমি দুর্ণীতির বা দুর্ণীতিকারীর সাফাই গাইছি! দেশের সবচেয়ে দুর্ণীতিকারীদের অন্যতম হল পুলিশ, কিন্তু ভেবে দেখেছেন কি, নিম্নপর্যায়ের এই পুলিশরা উঠে আসে একেবারেই সেই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে? চাকুরীতে যোগদিতে দিতে হয় ৩/৪লাখ টাকা ঘুষ, এগুলা জোগাড় করে ধার করে অথবা বাবার শেষ সম্বল ভিটে মাটি জোগাড় করে! তাহলে সে কি করবে? সে যা বেতন পায় তা দিয়েতো তারই চলে না, পরিবারকে কি পাঠাবে? আর ঐ টাকা, যেটা ঘুষ দিয়ে চাকুরী পেয়েছে তার কি হবে? তখন বাধ্য হয়েও সে ঘুষ খায়! আবার সরকারী চাকুরীর কথাই ধরুন, একই ধরনের সরকারী আর বেসরকারী চাকুরীর বেতন বৈষম্য কতটা বেশী। ফলে বাধ্য হয়ে সরকারী কাল-কারখানাতে চুরি বেড়েই যাচ্ছে! কারন তাদের সংসারতো চলতে হবে! আর সরকারতো কমিটি নিয়ে ব্যস্ত, যারা কমিটিতে থাকেন, তারা জীবনেও বাজারে যান না, বাজার করে কাজের লোক, উনারা শুধু কি খাবেন চয়েস দিয়ে দেন, তাহলে বাজারে যে কেমন আগুন, এটা তাদের বোধগম্য হবার না! সুতরাং তাদের রিপোর্ট আর কেমনই বা হবে! একই সরকারী কাজ ও বেসরকারী প্রতিষ্ঠানের বেতন কাঠামোর মধ্যে রাত-দিন ফারাক! অনেকই হয়ত বলবেন বেসরকারীতে খাটুনি বেশি, বেশী কাজ করতে হয়..........ঠিক আছে, কিন্তু সরকারীগুলাতেও যদি এমন ব্যবস্থা করা যায়, জবাবদিহীতা বাড়ানো যায়, রাজনীতির লেঝুড়বৃত্তি যদি বন্ধ করা যায়, তাহলে এগুলোও বেসরকারী প্রতিষ্ঠানের চেয়ে ভালো চলবে, বাড়বে সরকারের রাজস্ব! তা না হলে ওখানে যারা চাকুরী করে তাদের মাথায় অবৈধভাবে টাকা ইনকামের চিন্তা ঘুরপাক খাবেই! অনেকেই আঙ্গুর ফুলে কলাগাছ হচ্ছে আর যারা পারছে না মানবেতর জীবন যাপান করছে। সরকারী এই সিস্টেমটাই বদলানো দরকার! আনা দরকার জবাবদিহীতা, স্বচ্ছতা! আনা দরকার বেতনের সুষম ভারসাম্য! এজন্য প্রশাসনিক সংস্কার দরকার, সেই সাথে ব্যক্তির! এই দুটির সমানভাবে সংস্কার দরকার!!! গাড়ি চলতে হলে যেমন সমান ২টি চাকা লাগে তেমনি দূর্ণীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে সমান ভাবে সিস্টেম ও ব্যক্তির সমানভাবে সংস্কার আনতে হবে! না হলে সমান চাকার অভাবে যেমন গাড়ি সামনে না যেয়ে একই জায়গায় ঘোড়ে তেমনি আমাদের দুর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন আর সামনে এগুবে না, এখানেই ঘুরপাক খাবে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.