আমাদের কথা খুঁজে নিন

   

মাইক্রোসফট এর পিয়ন ও একজন মিলিওনিয়ার।

ক্ষেপাইতে চাইলে akayes@yahoo.com মেইল করেন :)

এক লোক মাইক্রোসফট এ পিয়নের চাকরি নেয়ার জন্য আবেদন করল এবং যথা সময়ে ইন্টারভিও দিতে গেল। তার ইন্টারভিউতে কমিটি বেশ সন্তুষ্ট হল এবং বলল তোমাকে ই-মেইল এ নিয়োগপত্র পাঠিয়ে দেয়া হবে। তুমি তুমার ইমেইল এড্রেস বল। সে সবিনয়ে জানালো যে তার কোন ইমেইল এড্রস নাই। এই কথার শুনে নিয়োগ কমিটি বলল তুমি মাইক্রোসফট এর মত কোম্পানীতে চাকরি নেয়ার জন্য এসেছ অথচ তোমার কোন মেইল এড্রেস নেই।

তুমাকে ধিক্কার। তোমার ফাইল আপাতত ওয়েটিং লিষ্টে রাখা হল ইমেইল এড্রেস সহ পরে আবার যোগাযোগ করবে। লোকটি রাগে-দুঃখে অফিস থেকে বেড়িয়ে এল এবং চিন্তা করল এখন কি করা যায়। পকেটে মাত্র ৫০ ডলার, এটা দিয়ে কয়দিন আর চলা যাবে? এখনি একটা কাজ না পেলে তো না খেয়ে মরতে হবে। তাই সে বিভিন্ন স্থানে ঘুরে কোন কাজ জোগার করতে না হতাশ হয়ে একটি বাজারের সামনে বসে পড়লো।

দেখল কত ধরণের লোক বাজার সদাই করে নিয়ে যাচ্ছে। হঠাৎ সে ভাবল হোম সাপ্লাই এর কাজ করলে কেমন হয়। সে পরীক্ষা মূলক ভাবে ৪০ ডলার এর কাঁচা শাক-সব্জি ইত্যাদি কিনল এবং বাড়ী বাড়ী ফেরি করে বিক্রি করল, দিন শেষে দেখা গেল লাভ সহ তার মূলধন ১০০ ডলার হয়েছে। পরদিন সে আবার একই কাজ করল এবং করতে থাকল। একসময় সে তার এলাকায় প্রতিষ্ঠিত সাপ্লায়ার হিসেবে পরিচিত লাভ করল এবং হোটেল-রেষ্টুরেন্ট এ সাপ্লাই কাজ পেয়ে গেল এবং অবস্থা ফিরে গেল, বাড়ী, গাড়ী, বউ সবই হল।

এর মাঝে ইন্স্যুরেন্স করা জন্য লোক এসে তার ফর্ম ফিলাপের এক পর্যায়ে তার কাছে ইমেইল এড্রেস জানতে চাইলে সে বলল আমার কোন ইমেইল নাই। কোম্পানীর লোক অবাক হয়ে বলল স্যার কি বলেন? আপনি এত বড় একজন ব্যাবসায়ী অথচ আপনার কোন ইমেইল এড্রেস নাই? লোকটি তৎখনাত জবাব দিল আমার যদি ইমেইল এড্রেস ই থাকত তবে আমি এখন মাইক্রোসফট এর পিয়নের থাকতাম, এ পর্যন্ত আসতে পারতাম না। (বিদেশী পত্রিকা থেকে অনুদিত এবং সত্য ঘটনা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.