আমাদের কথা খুঁজে নিন

   

হঠাৎ সেই তুমি।



হঠাৎ করেই বলে ওঠো আমি তোমার, আবার এই হঠাৎ করে বলে ফেলো, কি আর করা এভাবেই চলে যাচ্ছে তো ? আমিও তো ভেবে পাই না কিছু কি, করা আর না করা উচিত ? তবে তোমাকে দেখলে যে নিজেকে, মানাতে পারি না ভাল লাগা থেকে। তোমার সামনে গেলে হতবাগ হয়ে চেয়ে থাকি। আর মনে মনে কত কি যে, করে ফেলি। তাই তো মাঝে মাঝে মনে তুমি আমার। কখনও হঠাৎ ধন্বিত হয় বিয়ে করবো তোমাকে ! আবার কখন ধন্বিত আমি প্রেম করবো তোমার সাথে।

এই আবার জানতে চাওয়া হয় কত কি ? সত্যিই বলতে কি জানো তোমায় ভালো বাসি ভিষন। তবে পাবো কি না পাবো সেটা তিনিই জানেন। এ ভালো বাসা যদি তোমাকে পটানো হয়। তাহলে তো পারবে না তুমি মানাতে। কাঁদাবে আমাকে, কাদবে বৈ কি অনত্মরালে, যেই ব্যাদনা আর যাতনা কাকেই বা বলবে ? তাই হাস্যের আগে কাদি নিরবে বসে তাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।