আমাদের কথা খুঁজে নিন

   

রেসিপিঃ ছ্যাকা খাওনের

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
ব্লগে রেসিপির ছড়াছড়ি।

তা দেইখা আমারও রেসিপি দেওনের শখ হইলো। কিছু না পাইয়া ছ্যাকা খাওনের রেসিপি দিলাম। এই ছ্যাকা ওই ছ্যাকা না। ওই ছ্যাকার রেসিপি নিয়া পরবর্তীতে পোষ্ট করা হবে। (আগে নিজে খাইলা লই।

) উপকরণঃ ১. একটা চুলা (গ্যাসের চুলা সর্বোত্তম) ২. একটা ম্যাচের কাঠি (ভরসা হইলে ভাল হয়) ৩. একটা খালি পাতিল। প্রণালীঃ প্রথমে চুলা অন কইরা তাতে ম্যাচ দিয়া আগুন দিতে হইবো। আগুন জ্বইলা উঠলে তাতে একটা খালি পাতিল রাখতে হইবো। ৫-৬মিনিট পর যখন পাতিলডা গরম হইবো তখন তাতে আলতোভাবে আঙ্গুল স্পর্শ করাতে হবে। ব্যাস, ছ্যাকা তৈরী।

এখন নিজে যতবার ইচ্ছা ছ্যাকা খান এবং অন্যদেরকে খাওয়ান। (বিঃদ্রঃ পাতিলডা যত গরম করবেন ছ্যাকাটা ততই মজার হইবো)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.