আমাদের কথা খুঁজে নিন

   

শওকত মাহমুদের অবস্থার উন্নতি

মঙ্গলবার রাত দেড়টার দিকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএফইউজের একাংশের মহাসচিব শওকত মাহমুদকে থাইল্যান্ড নিয়ে যাওয়া হয়।
বুধবার ভোরে তাকে ভর্তি করা হয় ব্যাংকক জেনারেল হাসপাতালে।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতালে ডাক্তার ও পরিবারের সদস্যদের সঙ্গে আমার কথা হয়েছে। শওকতের অবস্থা এখন উন্নতির দিকে। ”
“চিকিৎসকরা আমাদের উদ্বিগ্ন না হতে বলেছেন।

শওকতের দ্রুত আরোগ্য লাভের জন্য সবাই দোয়া করবেন। ”
গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত। তাকে গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হৃদরোগ ও লিভারের জটিলতায় ভুগছেন।
সোমবার বিকালে তার অবস্থার দ্রুত অবনতি ঘটলে লাইফ সাপোর্ট দেয়া হয়।

এক পর্যায়ে তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসও দিতে হয়।
শওকত মাহমুদ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।