আমাদের কথা খুঁজে নিন

   

হাহাকার

অভিজিৎ দাসের লেখা ও অন্যান্য বিষয়াবলি

মাটির সঙ্গে কৃষকের যে সম্পর্কসূত্র তার ভেতর লাঙলের ফলার অনিবার্যতা কতটা গভীর এ নিয়ে ভাবতেই একটা হামিংবার্ডের ডানা নাড়বার চঞ্চলতার চেয়েও কম সময়ে আমার ভাবনারা অন্যত্র বসতি গড়ল,আর সেই মুহূর্তটাকে ধরতে তেড়ে আসছে অসংখ্য ক্লিকনির্ভর ডিজিটাল বাটন! অন্নপ্রাসনের দুপুরে কৃষকের সাথে মাঠের দূরত্ব বিষয়ে শিশুটি বক্তৃতা করে সমাগত অতিথিবৃন্দের উদ্দেশ্যে।এই শিশুটি যেদিন বড় হয়ে ধবল ত্বকের বিদেশীনি সাথে করে বিলুপ্ত পেশাজীবি নিয়ে গবেষণা করতে আসবে ফিরে গ্রামে ,তখন তো লোকজ যন্ত্র হিসেবে লাঙল আর সম্প্রদায় বলতে কৃষককেই বেছে নেবে ! তাঁর অভিসন্দর্ভের শিরোনাম হাহাকার ছাড়া আর কিই বা হতে পারে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।